ইউপিডিএফ নেতার মুক্তির দাবীতে পানছড়িতে বিক্ষোভ-সমাবেশ

Published: 20 Sep 2015   Sunday   

ইউপিডিএফ নেতা দেবদন্ত ত্রিপুরার গ্রেপ্তারের প্রতিবাদে  ও মুক্তির দাবীতে  রোববরা খাগড়াছড়ির পানছড়িতে  বিক্ষোভ-সমাবেশ করেছে ইউপিডিএফ।

পূজগাং বাজারে   আয়োজিত সমাবেশে বক্তব্য রাখেন পানছড়ি উপজেলা শাখার পিসিপি সভাপতি রুপম ত্রিপুরা, পানছড়ি উপজেলা শাখার ইউপিডিএফ সংগঠক রমেশ চাকমা, গণতান্ত্রিক যুবফোরাম পানছড়ি থানা শাখার সহ-সভাপতি সুসময় চাকমা, হিল উইমেন্স ফেডারেশনের নেত্রীর আশা চাকমা, সমাজ সেবক ও সাবেক পিসিপি নেতা কালা চাঁদ চাকমা প্রমূখ। সমাবেশ সঞ্চালনা করেন পানছড়ি থানা শাখার সাধারণ সম্পদক রুপায়ন চাকমা। এসময় উপস্থিত ছিলেন- ইউপি সদস্য শিশু কুমার চাকমা, সুশোভন চাকমা, আলি চরণ কার্বারী,  সাবেক ইউপিডিএফ নেতা আলোকময় চাকমা প্রমূখ।এর আগে একটি  মিছিলটি উপজেলার পূজগাং  স্কুল গেইট থেকে শুরু হয়ে  পূজগাং বাজারে গিয়ে শেষ হয়। প

বক্তারা ইউপিডিএফ নেতা দেবদন্ত ত্রিপুরার নিঃশর্ত মূক্তি দাবি  এবং  স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের গণ বিরোধী ১১ নির্দেশনা বাতিলের দাবি জানান।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত