রোববার রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সম্মেলন কক্ষে আয়োজিত পরিষদের মাসিক সভায় সভাপতিত্ব করেন জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা।
পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা এস এম জাকির হোসেনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্যাবৃন্দ, পরিষদের কর্মকর্তা ও হস্তান্তরিত বিভাগের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
সিভিল সার্জন ডা. স্নেহ কান্তি চাকমা সভায় জানান, বর্তমানে হাসপাতাল ও সিভিল সার্জন কার্যালয়ের প্রবেশ মুখে নতুন করে গেইট নির্মাণ করা হয়েছে। এছাড়া হাসপাতালের গাইনি ওয়ার্ড সংস্কার, ভবন মেরামত করা হয়েছে। হাসপাতালের পরিস্কার পরিচ্ছন্নতা, ঔষুধ বিতরণসহ দাপ্তরিক কার্যক্রম অব্যাহত রয়েছে।
জেলা প্রাণী সম্পদ বিভাগের কর্মকর্তা জানান, কোরবানী ঈদকে সামনে রেখে জেলার প্রতিটি পশুর হাটে জেলা প্রাণী সম্পদ বিভাগের কর্মকর্তারা গর্ভবতী গাভী ও রোগা গরু চিহ্নিত করে মুসল্লিদের সেবা প্রদান করছে। এছাড়া চিকিৎসা ও প্রোডাকশন কার্যক্রম ভালোভাবেই চলছে।
পর্যটন হলিডে কমপ্লেক্্র এর ব্যবস্থাপক আলোক বিকাশ চাকমা জানান, প্রবল বৃষ্টির কারণে বর্তমানে ঝুলন্ত ব্রীজটি ২থেকে আড়াই ফুট পানির নিচে রয়েছে বিধায় পর্যটক কমেছে। আগামী ২৭ আগস্ট বিশ্ব পর্যটন দিবস সফলভাবে পালনের লক্ষ্য তিনি সকলের সহযোগিতা কামনা করেন।
সভাপতির বক্তব্যে জেলা পরিষদ চেয়ারম্যান বৃষকেতু চাকমা বলেন,প্রাকৃতিক সম্পদে ভরপুর রাঙামাটি জেলার উন্নয়নের জন্য সরকারের পাশাপাশি সকলকে এগিয়ে আসতে হবে। তিনি আরও বলেন, এখানকার মানুষ অনেক শান্ত ও সুশৃঙ্খল। কৃষিসহ বিভিন্ন ক্ষেত্রে এ জেলায় বিনিয়োগের সুযোগ রয়েছে। এখানে কর্মসংস্থান বাড়াতে সরকারের পাশাপাশি ব্যক্তি উদ্যোক্তারা এগিয়ে এলে রাঙামাটি পরিপূর্ণভাবে একটি উন্নত জেলায় পরিণত করা সম্ভব হবে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.