সোমবার বান্দরবানে সদর উপজেলা রেইচা চেকপোস্টে যাত্রীবাহী বাসে তল্লাশী চালিয়ে একটি দেশীয় তৈরী শর্টগানসহ রফিক নামের একজনকে আটক করেছে পুলিশ।
জানা যায়,চট্টগ্রামের কেরানীহাট বাস ষ্টেশন থেকে শামীম এক্সপ্রেস নামের একটি যাত্রীবাহী বাস (চট্টমেট্রো জ- ১১০২২৭) বান্দরবানের উদ্দেশ্যে রওনা দেয়। বাসটি বান্দরবান শহরের প্রবেশ মুখে রেইচা চেকপোস্টে পৌছলে গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে পুলিশ তল্লাশী চালায়। তল্লাশীর এক পর্যায়ে পুলিশ বাস থেকে দেশীয় তৈরি শর্টগান বন্দুক উদ্ধার করে। এ সময় ওই বাসে থাকা সন্দেহভাজন মো: রফিক নামে একজনকে আটক করে পুলিশ। আটক ব্যক্তির পিতার নাম মো: ইউসূফ। তার বাড়ি চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার কেউছিয়া এলাকায়।
সদর থানা ওসি তদন্ত আমির হোসেন জানান, আটক ব্যক্তির কাছ থেকে আরও তথ্য বের করতে তাকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.