আর্ন্তজাতিক শান্তি দিবস উপলক্ষে রাঙামাটিতে র‌্যালী ও সমাবেশ

Published: 21 Sep 2015   Monday   

আর্ন্তজাতিক শান্তি দিবস উপলক্ষে সোমবার রাঙামাটিতে র‌্যালী ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সিএইচটি ট্রাষ্ট বিল্ডারস এলায়েন্স-এর উদ্যোগে জেলা প্রশাসন কার্যালয় চত্বরে অনুষ্ঠিত সমাবেশে  সভাপতিত্ব করেন সিএইচটি ট্রাষ্ট বিল্ডারস এলায়েন্স-এর সদস্য টুকু তালুকদার। অন্যান্যর মধ্যে বক্তব্যে রাখেন, সিএইচটি ট্রাষ্ট বিল্ডারস এলায়েন্স-এর সহ-সভাপতি মৈত্রী চাকমা, বিলাইছড়ি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জয়সেন তংচংগ্যা, জুড়াছড়ি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান প্রবর্তক চাকমা,  জেলা যুবলীগের সভাপতি আকবর  হোসেন চৌধুরী, জেলা ছাত্রদলের সভাপতি আবুসাদাৎ মোঃ সায়েম, ছাত্র ইউনিয়নের সভাপতি সৈকত রঞ্জন চৌধুরী, চাকমা রাজ  বৌদ্ধ  বিহারের অধ্যক্ষ শীলপাল ভিক্ষু, কালেক্টরী মসজিদের ইমাম কাশেম, আসামবস্তী রাম ঠাকুর আশ্রমের অধ্যক্ষ নির্মল চক্রবর্তী প্রমুখ। সমাবেশ সঞ্চালনা করেন প্রবীন সাংবাদিক সুনীল কান্তি দে।

এর আগে একটি শান্তির র‌্যালী  পৌর চত্বর থেকে শুরু হয়ে  জেলা প্রশাসন কার্যালয় চত্বরে গিয়ে শেষ হয়।

 --হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত