বান্দরবানে বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে গ্রীনহীলের নগদ অর্থ সহায়তা

Published: 22 Sep 2015   Tuesday   

বান্দরবানে অতি বৃষ্টি ও বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে গ্রীণহীলের পক্ষ থেকে  মঙ্গলবার নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে।

জেলা প্রশাসন সম্মেলন কক্ষে ক্ষতিগ্রস্থদের মাঝে নগদ অর্থ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেনপার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী বীর বাহাদুর এমপি। জেলা প্রশাসক মিজানুল হক চৌধুরীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, পুলিশ সুপার মিজানুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সাবিক) আবু জাফর,সদর উপজেলা চেয়ারম্যান আবদুল কুদ্দুছ, বান্দরবান পাবত্য জেলা পরিষদ সদস্য ক্যাসাপ্রু,গ্রীণহীলের নির্বাহী পরিচালক মংথোয়াই চিং প্রমুখ।

অনুষ্ঠানে অতি বৃষ্টি ও বন্যায় ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে গ্রীণহীলের পক্ষ থেকে সদর ও রোয়াংছড়ি উপজেলার গ্রীন হিলের পক্ষ থেকে ক্ষতিগ্রস্থ ৪১ জনকে ১ লাখ ২৩ হাজার টাকা নগদ প্রদান করা হয়। এবং কারিতাসের পক্ষ থেকে রুমা ও লামা উপজেলার ক্ষতিগ্রস্থ ৩৪ জনকে ১ লাখ ৩৪ হাজার টাকা প্রদান করা হয়।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত