রাঙামাটিতে মিলিনিয়াম ডেভেলপমেন্ট গোল ম্যাপিং কর্মশালা

Published: 22 Sep 2015   Tuesday   

মঙ্গলবার রাঙামাটিতে মিলিনিয়াম ডেভেলপমেন্ট গোল (এমডিজি) ম্যাপিং কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের আয়োজনে ও সিএইচটিডিএফ-ইউএনডিপি’র সহযোগিতায় পরিষদের সম্মেলন কক্ষে  কর্মশালায় সভাপতিত্ব করেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা। এতে অন্যান্যদের মধ্যে  উপস্থিত ছিলেন জেলা পরিষদ সদস্য জ্ঞানেন্দু বিকাশ চাকমা, মুখ্য নির্বাহী কর্মকর্তা এস,এম জাকির হোসেন, নির্বাহী কর্মকর্তা ছাদেক আহমদ’সহ জেলা প্রাথমিক শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, প্রাণীসম্পদ, সমাজসেবা, মৎস্য, বিআইডিবি, যুব উন্নয়ন, বিএডিসি, পরিবার পরিকল্পনা, ইউএনএফপিও, ব্র্যাকের কর্মকর্তা ও সাংবাদিক উপস্থিত ছিলেন।

কর্মশালায় বিগত ৩বছর আগে এ জেলার ক্ষুধা ও দারিদ্র দূরীকরণ, সর্বজনীন শিক্ষা, শিশুমৃত্যু হ্রাসকরণ, মাতৃস্বাস্থ্য ও সামাজিক উন্নয়নের জন্য মিলিনিয়াম ডেভেলপমেন্ট গোল (এমডিজি) ম্যাপিং করা হয়েছিল সে ম্যাপিং অনুযায়ী কতটুকু লক্ষ্যমাত্রা অর্জন হয়েছে তা প্রজেক্টরের মাধ্যমে উপস্থাপন করেন  জেলা পরিরষদ-সিএইচটিডিএফ ইউএনডিপি যৌথ প্রকল্পের সক্ষমতা উন্নয়ন কম্পোনেন্ট-এর প্লাানিং অফিসার কং চাই ও অর্নব চাকমা।

সভাপতির বক্তব্যে পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা বলেন, শুধু দাতা সংস্থাদের দিকে তাকিয়ে থাকলে হবে না। সরকারের পাশাপাশি সমাজের বিত্তবান এবং স্থানীয় জনগণকেও পাহাড়ের পিছিয়ে পড়া মানুষের সার্বিক উন্নয়নে এগিয়ে আসতে হবে। ইউএনডিপি শিক্ষা, স্বাস্থ্য ও কৃষি প্রকল্পের মাধ্যমে  পার্বত্য অঞ্চলে যেসব কাজ করেছিল তার সুফল এখনো পার্বত্যবাসী ভোগ করছে। তাদের কার্যক্রম চলতি মাসেই শেষ হচ্ছে। তবুও আশা করি সরকার পাহাড়ের মানুষের কথা চিন্তা করে এসব বিষয়ে শীঘ্রই পদক্ষেপ গ্রহণ করবে।

গতবারের এমডিজি’র ম্যাপিং এর ফলে এ জেলায় অনেক কিছু অগ্রগতি ও অর্জন হয়েছে উল্লেখ করে তিনি আগামী এমডিজি ম্যাপিং জন্য সবার সহযোগিতা কামনা করেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত