মঙ্গলবার বরকলে পার্বত্য চুক্তির পূর্নাঙ্গ বাস্তবায়নের দাবীতে এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ স্থাপনে ও নারী নির্যাতনের প্রতিবাদে কালো পতাকা মিছিল ও প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে।
পার্বত্য চট্টগ্রাম মহিলা সমিতি ও হিলউইমেন্স ফেডারেশন বরকল উপজেলা শাখার উদ্যোগে উপজেলার মাঠ থেকে কালোপতাকা মিছিল বের করে বাজার প্রদক্ষিণ করে উপজেলা পরিষদের মাঠে গিয়ে শেষ হলে সমাবেশ করা হয়। মহিলা সমিতির উপজেলা শাখার সভাপতি শকুন্তলা চাকমার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন জেলা জনসংহতি সমিতির সদস্য ও আইমাছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শ্যামরতন চাকমা। সমাবেশে বক্তব্য রাখেন মহিলা সমিতির সাধারণ সম্পাদক সুচরিতা চাকমা পাহাড়ি ছাত্র পরিষদের সাংগঠনিক সম্পাদক লক্ষিমন চাকমা সুবলং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তরুন জ্যোতি চাকমা ভূষণছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দিলিপ কুমার চাকমা ও জনসংহতি সমিতি বরকল থানা শাখার সহ সভাপতি মনোজ চাকমা। অনুষ্ঠান সঞ্চালনা করেন হিলউইমেন্স ফেডারেশনের উপজেলা শাখার সাধারণ সম্পাদক রিনা চাকমা। স্মারকলিপিটি পাঠ করে শোনান উপজেলা মহিলা সমিতির সাংগঠনিক সম্পাদক সুচরিতা চাকমা। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.