বান্দরবানে সুয়ালকে শিশু ও নারী উন্নয়ন শীর্ষক ওরিয়েন্টেশন কর্মশালা

Published: 22 Sep 2015   Tuesday   

বান্দরবানে মঙ্গলবার  শিশু ও নারী উন্নয়ন শীর্ষক ওরিয়েননটশন কর্মশালার আয়োজন করা হয়েছে।

শিশু ও নারী উন্নয়নে যোগাযোগ কার্যক্রম(৪র্থ পর্যায়)শীর্ষক প্রকল্পের আওতায় বান্দরবান জেলা তথ্য অফিসের উদ্যোগে সুয়ালক ইউনিয়নের পরিষদের অফিস মিলনায়তনে ওরিয়েন্টশন কর্মশালায় প্রধান অতিথি ছিলেন সুয়ালক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাংলাই ম্রো। বান্দরবান জেলা তথ্য অফিসার ঊষা মং চৌধুরী এর সভাপতিত্বে  বক্তব্যে রাখেন বান্দরবান সদর হাসপাতালের মেডিকেল ডা.এস এম ইকবাল হোসেন,বান্দরবান জেলা সঞ্চয় অফিসার মোহাম্মদ আবুল বশর।  অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন,সুয়ালক ইউপি মেম্বার মোঃ নুরুল আলম, সুয়ালক ইউপি মহিলা মেম্বার রিনা আক্তার,প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সোহেল,সাংবাদিক মোহাম্মদ আলী,বিভিন্ন এনজিও প্রতিনিধিগণ,বান্দরবান জেলা তথ্য অফিসের অফিস সহকারী মোঃ হুমায়ন,মোঃ শেখ আহাম্মদ,মোঃ জামাল উদ্দীন,মোঃ শফি।  কর্মশালায় সুয়ালক ইউনিয়নের বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের ধর্মীয় গুরু, বিদ্যালয়ের প্রধান শিক্ষক,স্থানীয় জনপ্রতিনিধি,সাংবাদিক ও এনজিও কর্মীরা অংশ নেন।

কর্মশালায় বক্তারা বলেন,বাংলাদেশ সরকার শিশু ও নারীদের উন্নয়নে স্থানীয় পর্যায়ে উপজেলা পরিষদ,পৌরসভা ও ইউনিয়ন পরিষদে নির্বাচিত পুরুষ জনপ্রনিধিদের পাশা-পাশি নারী জনপ্রতিনিধিগণ উন্নয়ন কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। নারীদের দক্ষতা বৃদ্ধি করা ও শিশুদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সরকার বিভিন্ন সময় বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করে আসছে। সমাজের অন্যান্য নাগরিক সংগঠনের সাথে নেটওর্য়াকিং ও যোগাযোগের মাধ্যমে সমাজ থেকে বাল্য বিবাহ দুর করা,পরিবেশ দুষণ করা থেকে বিরত থাকার জন্য সবাইকে সচেতা বৃদ্ধির জন্য মসজিদ,মন্দির,ক্যায়াং,গির্জায়,বিদ্যালয়ের শিক্ষা ও ধর্মীয় গুরুদের ভূমিকা পালন করতে হবে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত