কাপ্তাইয়ে রবীন্দ্র-নজরুল-সুকান্ত জয়ন্তী উৎসব ও সম্মাননা অনুষ্ঠান

Published: 22 Sep 2015   Tuesday   

মঙ্গলবার কাপ্তাইয়ে রবীন্দ্র-নজরুল-সুকান্ত জয়ন্তী উৎসব ও সম্মাননা অনুষ্ঠান আয়োজন করা হয়েছে।

বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী কাপ্তাই উপজেলা সংসদের উদ্যোগে উপজেলা মিলনায়তনে অনুষ্ঠিত  অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. দিলদার হোসেন। উদীচী কাপ্তাই উপজেলা সংসদের সভাপতি দীপক কান্তি ভট্টাচার্য্যর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ইউএনও দুলাল চন্দ্র সুত্র ধর, প্রাবন্ধিক আমিনুর রশীদ কাদেরী, উদীচী জেলা সংসদের সভাপতি অমলেন্দু হাওলাদার, সাধারণ সম্পাদক বিজয় ধর। বক্তব্য রাখেন, জয়ন্তী উৎসব উদযাপন পরিষদের সদস্য সচিব এম জাহাঙ্গীর আলম, আহ্বায়ক জয়সীম বড়–য়া ও উদীচী শিল্পী গোষ্ঠী কাপ্তাই সংসদের সাধারণ সম্পাদক ঝুলন দত্ত প্রমুখ।

এর আগে উদীচী শিল্পীগোষ্ঠীর সঙ্গীত শিল্পী রাজেশ সাহা, প্রদীপ মল্লিক, বিপুল বড়ুয়া, পিয়াল বড়ুয়া, রওশন শরীফ তানি, প্রিয়া বড়ুয়া, সুমনা তংচংগ্যা, রফিক আশিকী সংগিত পরিবেশন করে  শ্রোতাদের মুগ্ধ করান।

সভাশেষে সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য কাপ্তাইয়ের সাংবাদিক কাজী মোশারফ হোসেন এবং সঙ্গীতে বিশেষ অবদানের জন্য ফনীন্দ্র লাল ত্রিপুরাকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত