বান্দরবানে অস্ত্রসহ চাঁদাবাজ আটক

Published: 23 Sep 2015   Wednesday   

বুধবার বান্দরবানে অস্ত্রসহ এক চাঁদাবাজকে আটক করেছে ডিবি পুলিশ।

পুলিশ জানায়, বুধবার সন্ধ্যা ৭টার দিকে বান্দরবান সদর উপজেলার বালাঘাটা বাজারের কে এস প্রু মার্কেট এলাকায় অস্ত্রের ভয় দেখিয়ে চাঁদাবাজি করার সময় উহ্লাথোয়াই মার্মা(২৫) নামে এক যুবককে আটক করে ডিবি পুলিশ।

বান্দরবান ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোঃ মঞ্জুর আলম জানান,আটক উহ্লাথোয়াই মার্মা অস্ত্রের ভয় দেখিয়ে মার্কেটের ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা আদায় করছিল। এসময় স্থানীয় জনতার কাছ থেকে সংবাদ পেয়ে ডিবি পুলিশের একটি দল অভিযান চালিয়ে একটি স্থানীয় তৈরী এলজি সহ তাকে আটক করা হয়। অভিযানের সময় তার এক সহযোগী পালিয়ে যায়। এসময় তার কাছ থেকে চাঁদার আদায়ের টাকা উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। আটককৃত যুবক জেলার রোয়াংছড়ি উপজেলার বটতলী এলাকার চৌসিং মার্মার ছেলে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত