রাঙামাটি শহরে ৫টি স্থানে ঈদের জামাত অনুষ্ঠিত হবে

Published: 24 Sep 2015   Thursday   

শুক্রবার পবিত্র ঈদ-উল-আযহা দিনে রাঙামাটি শহরে ৫টি স্থানে ঈদের জামাত অনুষ্ঠিত হবে।

পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে রাঙামাটি জেলা প্রশাসনের আয়োজিত এক প্রস্তুতি সভা সূত্রে জানা যায়,শুক্রবার রাঙামাটি শহরে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে তবলছড়ি কেন্দ্রীয় ঈদগাঁ কতোয়ালী থানার মাঠে। এখানে সকাল ৮ টা ও ৯টা দুদফা ঈদের জামাত অনু্িষ্ঠত হবে। এছাড়া রিজার্ভ বাজারের পুরাতন কোর্ট বিল্ডিং মাঠে সকাল ৯টায়, বনরুপার জেলা ও দায়ের জজ আদালত প্রাঙ্গন মাঠে সকাল ৮টা ও ৯টায়,ভেদভেদী আমানতবাগ মাঠে সকাল ৮টা ও ৯টায় এবং পুরান পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে সকাল ৯টায় ঈদ জামাত অনুষ্ঠিত হবে। তবে বৈরি আবহাওয়া থাকলে নামায মসজিদে অনুষ্ঠিত হবে। সভায় ঈদ জামাত ও ঈদের দিনে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহনের জন্য সিদ্ধান্ত নেয়া হয়েছে।

ঈদ জামাত এলাকাগুলোকে সুসজ্জিত করার ব্যবস্থা নিতে রাঙামাটি পৌর সভা ও ইসলামিক ফাউন্ডেশনকে দায়িত্ব দেয়া হয়েছে। এছাড়া ঈদ জামাতের জন্য নির্বাচিত স্থানে মসুল্লিদের অজু করার জন্য পানি সরবরাহের ব্যবস্থা নিশ্চিত করতে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরকে দায়িত্ব দেয়া হয়েছে। তাছাড়া ঈদ জামাতের জন্য নির্ধারিত স্থানগুলোতে প্রয়োজনে সময় মত পানি ছিটানোর জন্য ব্যবস্থা গ্রহনের ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সকে অনুরোধ জানানো হয়েছে বলে সভা সূত্রে জানা গেছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত