খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ সদস্য খগেশ্বর ত্রিপুরার মাতা কাঞ্চনা শ্রী ত্রিপুরা আর নেই

Published: 26 Sep 2015   Saturday   

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের অন্যতম সদস্য খগেশ্বর ত্রিপুরার মাতা কাঞ্চনা শ্রী ত্রিপুরা আর নেই। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৭ বৎসর। তিনি শনিবার রাত পৌনে ৮টার দিকে পানছড়ি উপজেলার লতিবান ইউনিয়নের শুকনাছড়ি গ্রামের প্রদীপ পাড়ায় নিজ বাস ভবনে পরলোক গমন করেন। তিনি দীর্ঘ দিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। তিনি মৃত্যুকালে ৫ ছেলে ও ৫ মেয়েসহ অসংখ্য আত্বীয়-স্বজন, নাতি-নাতিনী, গুনগ্রাহী রেখে গেছেন। তার স্বামীর নাম মৃত ব্রত কুমার ত্রিপুরা।

তার ছেলের মধ্যে বড় ছেলে শিক্ষক, মেজো ছেলে খগেশ্বর ত্রিপুরা খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের অন্যতম সদস্য এবং ছোট ছেলে তীরেন্দ্র লাল ত্রিপুরা পানছড়ি ডিগ্রী কলেজের সহযোগী অধ্যাপক। আগামী সোমবার পরলোগত কাঞ্চনা শ্রী ত্রিপুরাকে পারিবারিক শ্মশানে দাহ করা হবে।

কাঞ্চনা শ্রী ত্রিপুরার মৃত্যুতে পানছড়ি উপজেলা প্রেস ক্লাবসহ বিভিন্ন সংগঠন ও ব্যক্তিবর্গ পক্ষ থেকে শোক প্রকাশ করেছেন এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত