তথ্য নেবো তথ্য দেবো- দেশ গড়ায় অংশ নেবো-এ শ্লোগানকে সমানে রেখে সোমবার বকরলে জাতীয় তথ্য অধিকার দিবস পালিত হয়েছে।
উপজেলা অডিটোরিয়ামে বেসরকারী উন্নয়ন সংস্থা টংগ্যা ও উপজেলা সামাজিক সুরক্ষা ফোরামের উদ্যোগে এবং মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা সামাজিক সুরক্ষা ফোরামের সহসভাপতি নন্দ বিকাশ চাকমা। সভায় এসপিএফ প্রকল্পের উপজেলা প্রকল্প সমন্বয়ক ঊদ্ভাসন চাকমা উপজেলা সামাজিক সুরক্ষা ফোরামের সাধারন সম্পাদক পুলিন বিহারী চাকমা কৃষি ব্যাংক বরকল শাখার ব্যবস্থাপক সতিরঞ্জন চাকমা ভারপ্রাপ্ত মহিলা বিষয়ক কর্মকর্তা ধীমান চাকমা ভুষণছড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান দিলিপ কুমার চাকমা তথ্য অধিকারের তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন।
সভা সঞ্চালনা করেন সামাজিক সুরক্ষা ফোরাম (এসপিএফ) প্রকল্পের প্রশিক্ষণ কর্মকর্তা সজীব চাকমা। এসময় টংগ্যার কর্মকর্তা কর্মচারী বরকল মডেল উচ্চ বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী ও সামাজিক সুরক্ষা ফোরামের সদস্য সহ এলাকার গন্যমান্য ব্যাক্তিরা উপস্থিত ছিলেন।
এর আগে একটি র্যালী উপজেলার খেলার মাঠ থেকে র্যালি বের করে র্যালিটি বাজার এলাকা প্রদক্ষিন করে উপজেলা পরিষদের মাঠে এসে শেষ হয়।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.