কাপ্তাইয়ে দিনব্যাপী উন্নয়ন মেলার উদ্বোধন

Published: 28 Sep 2015   Monday   

সোমবার রাঙামাটির কাপ্তাই উপজেলায় দিন ব্যাপী উন্নয়ন মেলার উদ্ধোধন করা হয়েছে।

উপজেলা মিলনায়তনে কাপ্তাই উপজেলা প্রশাসনের আয়োজন ও একটি বাড়ী একটি খামার প্রকল্পের সৌজন্যে মেলার উদ্ধোধক ও প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মোস্তফা জামান। উপজেলা নির্বাহী কর্মকর্তা দুলাল চন্দ্র সূত্র ধরের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. দিলদার হোসেন। বক্তব্য রাখেন, ডা: রঞ্জিত চাকমা, ভাইস চেয়ারম্যান নূর নাহার বেগম, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা: হোসেন রশিদ চৌধুরী প্রমুখ।

সভা শেষে প্রধান অতিথি ষ্টল পরিদর্শন করেন। মেলায় মোট ১২টি স্টল অংশগ্রহণ করে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত