সোমবার আওয়ামীলীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ৬৯তম জম্ম দিবস উপলক্ষে বান্দরবান জেলা আওযামীলীগের সাবেক সাধারন সম্পাদক কাজি মোঃ মজিবর রহমান মেজবানের আয়োজন করেছেন।
ইসলামপুরস্থ কাজি মোঃ মজিবর রহমানের বাস ভবনে আয়োজিত মেজবানে জেলার বিভিন্ন উপজেলা সহ জেলা সদরের অন্ততঃ তিন হাজার লোকজনকে খাওয়ার আয়োজন করা হয়। সকাল ১০টা থেকে শুরু হওয়া মেজবানটি বিকাল ৩টা পর্যন্ত চলে। এতে নারী-পুরুষ মেজবানে অংশ গ্রহন করেন। মেজবান শুরুর পুর্বে মিলাদ মাহফিলের মাধ্যমে প্রধানমন্ত্রীর সু-স্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে মোনাজাত করা হয়। এতে জেলা আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক কাজি মোঃ মজিবর রহমানসহ আওয়ামীলীগ নেতা-কর্মীরা উপস্তিত ছিলেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.