বান্দরবানে স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন

Published: 30 Sep 2015   Wednesday   

বান্দরবানে স্ত্রী কে হত্যার দায়ে স্বামী মোঃ ইলিয়াছ আলী (৩০)কে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন বিজ্ঞ আদালত। একই সাথে তাকে ৫০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদন্ডের আদেশ দেয়া হয়েছে।

বুধবার বেলা ১১টায় বান্দরবান জেলা ও দায়েরা জজ মোঃ শফিকুর রহমানের আদালত এ আদেশ দেন।

আদালত সূত্রে জানা যায়, যাবজ্জীবন সাজা প্রাপ্ত আসামী রোহিঙ্গা মোঃ ইলিয়াছ আলী ২০০৮ সালে মিয়ানমার থেকে স্বপরিবারে পালিয়ে এসে বান্দরবান জেলার আলীকদম উপজেলার পানবাজার এলাকার স্থানীয় বাসিন্দা বজলুর রহমানের বাড়ি ভাড়া নিয়ে বসবাস করে আসছিলেন। ২০০৯ সালের ২৪ সেপ্টেম্বর বাসায় স্বামী মোঃ ইলিয়াছ আলীর সঙ্গে স্ত্রী খুরশিদা বেগমের ঝগড়া বিবেদ ও বাকবিতন্ডা ঘটে। এ ঘটনার জের ধরে স্বামী মোঃ ইলিয়াছ আলী স্ত্রী খুরশিদা বেগমকে গলা টিপে শ্বাসরোধ করে হত্যা করা হয়। হত্যার পর লাশ পার্শ্ববর্তী সেগুনবাগান এলাকায় গুম করে রাখা হয়। পরে স্থানীয় জনপ্রতিনিধি ও জনতা ঘাতক স্বামী ইলিয়াছকে আটক করে পুলিশে সোর্পদ করেন। ঘাতক স্বামী পুলিশের জিজ্ঞাসাবাদে স্ত্রীকে হত্যার দায় স্বীকার করেন । পুলিশ তার দেয়া তথ্যের ভিত্তিত্বে লাশ উদ্ধার করে। এ ঘটনায় বাড়ির মালিক বজলুর রহমান বাদী হয়ে আলীকদম থানায় একটি হত্যামামলা দায়ের করেন।

এ আলোচিত মামলার প্রায় ৬বছর আদালতে দীর্ঘ শুনানী এবং সাক্ষ্য ও প্রমানের ভিত্তিতে বিজ্ঞ আদালত বুধবার এ রায় দেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত