পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি বলেছেন, প্রবীণরা কারো দয়া বা অনুগ্রহের পাত্র নয়, তাদের ছেলে মেয়েদের কাছে নিকট ভালবাসা,সম্মান পাওয়া তাদের অধিকার। এ অধিকার থেকে কেউ প্রবীণদের বঞ্চিত করলে সরকার ২০১৩ সালে প্রবীণ আইন পাশ করেছে। এ আইনের মাধ্যমে সরকার প্রবীনদেও অধিকার নিশ্চিত করে দিয়েছে।
বৃহস্পতিবার বান্দরবানে আন্তর্জাতিক প্রবীণ দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এ কথা বলেন।
জেলা প্রশাসন কার্যালয় সন্মেলন কক্ষে আয়োজিত সভায় জেলা প্রশাসক মোঃ মিজানুল হক চৌধুরীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিে পুলিশ সুপার মিজানুর রহমান,স্থানীয় সরকার পরিষদের উপ পরিচালক মোঃ নুরুল্লাহ নুরী, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ আবু জাফর, সদর উপজেলা চেয়ারম্যান আবদুল কুদ্দুছ,সদর উপজেলা নির্বাহি কর্মকর্তা অল্পনা বৈদ্য,বান্দরবানের প্রবীণ হিতৈষির সভাপতি বাদশা মিয়া মাষ্টার প্রমুখ। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বান্দরবান ডায়বেটিস হাসপাতালে প্রবীণদের চিকিৎসার ১ লক্ষ টাকা এবং প্রবীণ হিতৈষি সংগঠনকে ১ লক্ষ টাকার অনুদান প্রদান করেন। পরে কেক কেটে আন্তর্জাতিক প্রবীণ দিবসের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী বীর বাহাদুর এমপি।
প্রধান অতিথির বক্তব্যে পার্বত্য প্রতিমন্ত্রী আরও বলেন,জাতীর জনক বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা আজকের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা প্রবীণদের প্রতি সম্মান প্রদর্শন করে বয়স্ক ভাতা চালু করেছেন। বয়োবৃদ্ধ মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা বৃদ্ধি করে কয়েক গুন বৃদ্ধি করেছেন। তিনি প্রবীণদের জন্য জমির ব্যবস্থা হলে স্থাপনা নির্মান করে দেয়ার আশ্বাস দেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.