খাগড়াছড়িতে আর্ন্তজাতিক প্রবীণ দিবস পালন

Published: 01 Oct 2015   Thursday   

বৃহস্পতিবার খাগড়াছড়িতে আর্ন্তজাতিক প্রবীণ দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভার আয়োজন করা হয়।

”নগর পরিবেশে প্রবীণদের অর্ন্তভূক্তি সুনিশ্চিত করুণ” শ্লোগানে বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘ ও জরা বিজ্ঞান প্রতিষ্ঠান জেলা শাখা উদ্যোগে আয়োজিত আলোচনায় সভায় প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ি জেলা প্রশাসক মুহাম্মদ ওয়াদিুজ্জামান । বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘ সভাপতি বোধিসত্ত্ব দেওয়ানের সভাপতিত্বে বক্তব্য রাখেন পার্বত্য চট্টগ্রামে বিষয়ক সাবেক সদস্য নুরুনবী চেীধুরী, সাবেক জেলা পরিষদের সদস্য বিহারী চাকমা, অবসরপ্রাপ্ত খাগড়াছড়ি সরকারি কলেজে অধ্যাপক মধুমঙ্গল চাকমা, খাগড়াছড়ি পুলিশ সুপার মোঃ মজিদ আলী প্রমুখ । এসময় বিভিন্ন পেশাজীবি , প্রবীণ, সংবাদকর্মী ও উপস্থিত ছিলেন ।

এর আগে একটি র‌্যালী খাগড়াছড়ি জেলা অবসর ভবন প্রাঙ্গন থেকে শুরু হয়ে মহাজন পাড়া সড়ক ঘুরে আবারও একই স্থানে গিয়ে শেষ হয় ।

প্রধান অতিথি বক্তব্য জেলা প্রশাসক বলেন, প্রবীণদের সুবিধার্থে প্রশাসনের পক্ষ থেকে তার কার্যালয়ে গেলে যে কোন সময় সহযোগিতা দেয়ার নিশ্চিতা দেন। পাশাপাশি তিনি জেলা প্রশাসক পক্ষ থেকে আর্থিক অনুদান দেওয়ারও আশ্বাস দেন ।

আলোচনা সভায় বক্তারা বলেন, ১৯৯১ সালে প্রবীণদের জনসংখ্যা ছিল মাত্র ৫০ লক্ষ তা ২০১১ সালে বৃদ্ধি পেয়ে প্রবীণদের জনসংখ্যা ১কোটি ১৩ লক্ষ বৃদ্ধি পেয়েছে । প্রতি বছর ৬০ লক্ষ বৃদ্ধি পাচ্ছে প্রবীণদের সংখ্যা । কিন্তু বৃদ্ধ প্রবীণদের সুযোগ সুবিধা,স্বাস্থ্য ও চিকিৎসা, যাতায়াত,খাদ্য, শিক্ষা-প্রশিক্ষণ ও অন্যান্য সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত রয়েছে এখনো। বক্তারা এসব সুযোগ-সুবিধা নিশ্চিতকরণ করার জন্য সরকারের কাছে দাবী জানান ।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত