বান্দরবানে বিএনপি’র দু’গ্রুপের সংর্ঘষে কাউন্সিল পন্ড,পুলিশের লাঠি চার্জে আহত ১০

Published: 02 Oct 2015   Friday   

বান্দরবান সদর পৌর বিএনপি’র কাউন্সিল কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে সংর্ঘষের ঘটনায় কাউন্সিল পন্ড হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রনে পুলিশ লাঠি চার্জ করলে ১০ জন আহত হয়েছে।

প্রত্যক্ষর্দশীরা জানান, শুক্রবার বিকাল ৩ টার দিকে বান্দরবান চৌধুরী মার্কেটস্থ জেলা বিএনপির কার্যালয়ে পৌর বিএনপির’র কাউন্সিল চলছিল। এসময় পৌর মেয়র ও বিএনপি নেতা মোঃ জাবেদ রেজা সর্মর্থীত নেতা কর্মীরা কাউন্সিলে প্রবেশ করার চেষ্টা করলে দুপক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এক পর্যায়ে উভয় পক্ষের মধ্যে ইট পাটকেল নিক্ষেপে শুরু হয়। এসময় পুলিশ লাঠি চার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। এঘটনায় ১০জন আহত হয়েছে।

বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ রফিক উল্যাহ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন,পরিস্থিতি নিয়ন্ত্রনে মৃদ লাঠি চার্জ করা হয়েছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে শহরে অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.   

 

 

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত