রোববার পার্বত্য বাঙালী ছাত্র পরিষদের ডাকে খাগড়াছড়ি- চট্টগ্রাম রুটে সকাল সন্ধ্যা অবরোধ

Published: 03 Oct 2015   Saturday   
no

no

রোববার খাগড়াছড়ি-চট্টগ্রাম রুটে সকাল-সন্ধ্যা অবরোধ  ডেকেছে বাঙালী ছাত্র পরিষদ। খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলায় আব্দুল মতিনকে  হত্যার প্রতিবাদে এ অবরোধের ডাক  দেয়।

শনিবার পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদের সহ-সাংগঠনিক সম্পাদক মোস্তফা কামালের স্বাক্ষরিত এক প্রেস বার্তায় বলা হয়, গত ৩ সেপ্টেম্বর খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলায় গভীর রাতে আব্দুল মতিন(৬০)- কে দুর্বৃত্তরা গলাকেটে হত্যা করে। হত্যার ঘটনাটি দীর্ঘদিন পার হলেও চিহ্নিত সন্ত্রাসীরা প্রশাসনের নাকের ডগায় অহরহ ঘুরে বেড়াচ্ছে। এ ঘটনার প্রতিবাদে পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদ ২৯ সেপ্টেম্বর মানিকছড়ি উপজেলায় মানব বন্ধনের মাধ্যমে আসামীদেরকে গ্রেপ্তারের দাবিতে প্রশাসনকে ৯৬ ঘন্টার আল্টিমেটাম  দেন।  কিন্তু নির্দিষ্ট সময়ের মধ্যে দোষীদের গ্রেপ্তার করতে  করতে পারেনি। তাই মতিন হত্যাকান্ডে জড়িত সকল আসামীকে গ্রেফতার এবং বিচারের দাবীতে রোববার খাগড়াছড়ি-চট্টগ্রাম রুটে সকাল সন্ধ্যা অবরোধ ঘোষনা করা হয়েছে।  তবে অবরোধের সময় এ্যাম্বলেন্স বা ফায়ার সার্ভিস অবরোধের আওতামুক্ত থাকবে।

খাগড়াছড়ি সরকারি কলেজ শাখার সাবেক সভাপতি এক বিবৃতিতে বলেন, প্রতিনিয়ত সন্ত্রাসীরা খুন, চাঁদাবাজী, অপহরণসহ সন্ত্রাসী কর্মকান্ড চালিয়ে যাচ্ছে। এতে পার্বত্য অঞ্চলে সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে।

এদিকে, খাগড়াছড়ি জেলা শাখার সভাপতি শাহাজল ইসলাম সজল এক বিবৃতিতে এ আন্দোলনে কোন প্রকার বাধা, হুমকি, এমনকি কোন নেতাকর্মীকে হয়রানী বা গ্রেপ্তার করা হলে পরবর্তী দিন থেকে অঘোষিত অবরোধ  করা হবে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত