বান্দরবানে আন্তর্জাতিক অহিংস দিবস পালন

Published: 03 Oct 2015   Saturday   

আন্তর্জাতিক অহিংস দিবস উপলক্ষে বান্দরবানে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত  হয়েছে।

স্থানীয় বেসরকারী উন্নয়ন সংস্থা অন্যন্য-এর বান্দরবান প্রেস ক্লাবের সামনে এক ঘন্টাব্যাপী মানব বন্ধন কর্মসুচী পালন করা হয়। মানববন্ধন কর্মসুচী চলাকারে বক্তব্য রাখেন  এনজিও কর্মী এডভোকেট সুদীপ্তা দেওয়ান,ওমর ফারুক,সাংস্কৃতিক কর্মী জলিমং মার্মা, উন্নয়ন কর্মী রুপনা দাশ মানবাধিকার কর্মী ডনাইপ্রু নেলী, শিক্ষক ক্যসৈপ্রু খোকা  প্রমুখ।  এসময় বান্দরবান প্রেস ক্লাবের পক্ষে সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু,কোষাধক্ষ ফরিদুল আলম উপস্থিত ছিলেন। জেলা প্রেস ক্লাবের পক্ষে সভাপতি সেলিম আহমেদ চৌধুরী,মোঃ ইসহাক(জিটিভি) উজ্জল তঞ্চঙ্গ্যা(দৈনিক সমকাল)সঞ্জয় বড়–য়া(ডেইলি ষ্টার) উপস্থিত ছিলেন।

মানববন্ধনে বক্তারা বলেন ২০০৭ সালের ২ অক্টোবরকে আন্তর্জাতিক অহিংস দিবস হিসেবে ঘোষনা করা হয় জাতিসংঘের সাধারন সভায়। এর কারন  হিসেবে ২ অক্টোবরকে কেন অহিংস দিবস ঘোষনা করা হলো তা অনুসন্ধান করতে গিয়ে দেখা যায় অহিংস আন্দোলনের প্রবক্তা মোহনদাস করমচাঁদ গান্ধীর জম্ম দিনকেই অহিংস দিবস হিসেবে বেচে নেয়া হয়েছে।  ভারতের স্বাধীনতালাভের পর থেকেই ২ অক্টোবরকে শান্তি ও মানবতার প্রতীক হিসেবে মহাতœা গান্ধীর জম্মোৎসব পালন করা হয়। সর্ব প্রথম ২০০৪ সালে বোম্বেতে অনুষ্টিত’ওয়াল্ড সোসাল ফোরাম’এ শান্তিতে নোবেল বিজয়ী শিরীন এবাদিও কাছে ২ অক্টাবরকে  অহিংস দিবস হিসেবে ঘোষনার জন্য উদ্যোগ গ্রহনের অনুরোধ জানান এক শিক্ষক। পরবর্তীতে ২০০৭ সালে দিল্লিতে অনুষ্টিত সত্যগ্রহ কনফারেন্স  থেকে সোনিয়া গান্ধী ও ডেসমন্ড টুটু জাতিসংঘের প্রতি গান্ধীর জম্ম দিনকে আন্তর্জাতিক অহিংস দিবস ঘোষনার আহবান জানালে সদস্য রাষ্ট্রসমুহের সম্মতি সাপেক্ষে ২ অক্টোবরকে আন্তর্জাতিক াহিংস দিবস হিসেবে ঘোষনা করা হয় একই বছরের ৭ জুন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

 

 

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত