কাউখালীতে ইউপিডিএফের বিক্ষোভ-সমাবেশ

Published: 03 Oct 2015   Saturday   

ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট(ইউপিডিএফ) এর গ্রেপ্তারকৃত দুই নেতা-কর্মীর নিঃশর্ত মুক্তির দাবীতে শনিবার কাউখালীতে বিক্ষোভ সমাবেশ করেছে পাহাড়ী ছাত্র পরিষদ (পিসিপি)।

ইউপিডিএফ সমর্থিত পাহাড়ি ছাত্র পরিষদ নেত্রী জোনাকী চাকমার সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন পিসিপি নেতা অনিল চাকমা, গণতান্ত্রিক যুব ফোরামের কেন্দ্রীয় সদস্য রুপন মারমা, হিল উইমেন্স ফেডারেশন কাউখালী ইউনিটের সভানেত্রী রিনা চাকমা, পিসিপির কেন্দ্রীয় তথ্য ও প্রচার সম্পাদক বিপুল চাকমা প্রমুখ।

এর আগে একটি বিক্ষোভ মিছিল উপজেলা সদরের দিকে অগ্রসর হলে কাউখালী থানার সামনে পুলিশ তাদের আটকে দেয়। এসময় পিসিপি নেতা-কর্মীরা পুলিশের ব্যারিকেট ভেঙ্গে সামনে অগ্রসর হতে চাইলে পুলিশের সাথে ধ্বস্তাধ্বস্তির ঘটনা ঘটে। এসময় পিসিপি নেতা অনিল চাকমা পুলিশ কর্তৃক তাদের এক নারী কর্মী লাঞ্চিত হওয়ার দাবী করে মামলার হুমকী দেয়। পরে পুলিশ মারমুখী হয়ে উঠলে পিসিপি নেতা-কর্মীরা কাউখালী আইডিয়েল কেজি স্কুলের সামনে রাস্তার উপর বসে পড়ে। পরে সংক্ষিপ্ত সমাবেশ করে বিভিন্ন দাবী তুলে ধরে গণতান্ত্রিক মিছিলে পুলিশের বাধার প্রতিবাদ জানান।

সভায় বক্তারা বলেন ১৩ সেপ্টেম্বর আইন-শৃংখলা বাহিনীর সদস্যরা পোয়াপাড়া এলাকা থেকে পাহাড়ী ছাত্র পরিষদের উপজেলা সভাপতি কংসাই মারমা ও সদস্য ক্রাউচিং মারমাকে চাঁদাবাজির অজুহাতে আটক করে জেলে পাঠায়। বক্তারা এই দুই নেতা-কর্মীর নিঃশর্ত মুক্তি দাবী করে বলেন, পুলিশ দিয়ে পাহাড়ে আন্দোলনরত মানুষকে দমিয়ে রাখা যাবেনা। গ্রেপ্তারকৃত নেতা-কর্মীদের মুক্তি না দিলে আরো কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত