৮ অক্টোবর বিএনপি’র রাঙামাটি জেলা কমিটির ত্রি-বার্ষিক সম্মেলন

Published: 04 Oct 2015   Sunday   

৮ অক্টোবর বিএনপি’র রাঙামাটি জেলা কমিটির ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। সন্মেলনে জেলা বিএনপির কার্যনির্বাহী কমিটির তিনটি পদে মোট ১০ প্রতিদ্বন্ধী প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

জেলা নির্বাচন পরিচালনা কমিটি সূত্রে জানা যায়, বিএনপির জেলা কমিটির ত্রি-বার্ষিক সম্মেলনের নির্বাচনে  সভাপতি পদে ২জন, সাধারণ সম্পাদক পদে তিনজন এবং সাংগঠনিক সম্পাদক পদে পাঁচ প্রতিদ্বন্ধী প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। সভাপতি পদে মনোনয়পত্র সংগ্রহ করেছেন বিএনপির কেন্দ্রীয় সহ-ধর্ম বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট দীপেন দেওয়ান এবং  বর্তমান সাধারণ সম্পাদক ও ঠিকাদার মো: শাহ আলম। সাধারণ সম্পাদক পদে বর্তমান যুগ্ম-সম্পাদক ও রাঙামাটি পৌরসভা মেয়র মো. সাইফুল ইসলাম চৌধুরী ভুট্টো, দীপন তালুকদার ও অ্যাডভোকেট মামুনুর রশীদ মামুন এবং সাংগঠনিক সম্পাদক পদে বর্তমান সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট সাইফুল ইসলাম পনির, আবদুল সবুর, আবদুল শুক্কুর, আহম্মদ ফজলুল রশীদ ও মো. সেলিম উদ্দিন বাহারি মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। রোববার বিকাল সন্ধ্যা ৬টা পর্ষন্ত ছিল মনোনয়নপত্র সংগ্রহের সময়সীমা। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ৬ অক্টোবর সন্ধ্যা ছয়টা।

এদিকে, রাঙামাটি সাংস্কৃতিক ইনিষ্টিটিউট মিলনায়তনে ৮ অক্টোবর বিএনপি’র রাঙামাটি জেলার দ্বিবার্ষিক সম্মেলনের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির যুগ্ন মহাসচিব মোঃ শাহজাহান। সন্মেলন উদ্ধোধন করবেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির(চট্টগ্রাম বিভাগ) সাংগঠনিক সম্পাদক গোলাম আকবর খন্দকার। বিশেষ অতিথি থাকবেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির উপজাতীয় বিষয়ক সম্পাদক ম্যামা চিং, চট্টগ্রাম বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক আসলাম চৌধুরী, বিএনপির জাতীয় কমিটির সদস্য মাহবুরের রহমান শামীম।

জেলা বিএনপির সহ-সভাপতি ও নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক মো. নাছির উদ্দিন বলেন, নির্বাচন সুষ্ঠু, অবাধ ও গণতান্ত্রিকভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা ও প্রস্তুতি নেয়া হয়েছে। জেলা কমিটির তিনটি শীর্ষ পদে মোট ১০ প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। বাছাইয়ে সবার প্রার্থিতা বৈধ হিসেবে ঘোষণা করা হয়েছে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ৬ অক্টোবর সন্ধ্যা ছয়টা পর্যন্ত। ওই দিনই প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত