সাপছড়ি ইউনিয়নে মানবধিকার বিষয়ে সচেতনতামূলক সভার আয়োজন

Published: 06 Oct 2015   Tuesday   

মঙ্গলবার রাঙামাটির সাপছড়ি ইউনিয়নে মানবধিকার বিষয়ে সচেতনতামূলক সভার আয়োজন করা হয়।

সাপছড়ি ইউনিয়নের ৭নং ওর্য়াড গুইছড়ি গ্রামে অনুষ্ঠিত বেসরকারী উন্নয়ন সংস্থা আশিকা মানবিক উন্নয়ন কেন্দ্রের বাস্তবায়নাধীন কমিউনিটি লিগ্যাল সার্ভিসেস প্রকল্পের  উদ্যোগে ও ব্লাষ্টের আর্থিক সহযোগীতায় সভায় প্রধান অতিথি ছিলেন  সাপছড়ি ইউপির ১,২ও৩ নং ওয়ার্ড-এর সংরক্ষিত মহিলা মেম্বার সুমিত্রা চাকমা। সভায় উপস্থিত ছিলেন ৭,৮ ও ৯ নং ওয়র্ডের সংরক্ষিত মহিলা মেম্বার মহারানী চাকমাসহ সাপছড়ি ইউনিয়ন এবং গ্রামের  গণ্যমান্য ব্যক্তিরা। এ্যাডভোকেট কক্সী তানূকদার সাপছড়ি ইউনিয়ন এবং গ্রামের অন্যান্য গণ্যমান্য ব্যক্তিরা। সভায় আশিকার কর্মকর্তা এ্যাডভোকেট কক্সী তানূকদার শিশুর সুরক্ষা নীতিমালা ও বাল্য বিবাহ বিষয়ে আইনী দৃষ্টিকোণ থেকে আলোকপাত করেন করে বলেন,আশিকা মানবিক উন্নয়ন কেন্দ্র গত জানুয়ারী ২০১৩ সাল থেকে আইনী সচেতনতামূলক বিভিন্ন এ্যাডভোকেসি সভার আয়োজন করে আসছে রাঙামাটি জেলার বিভিন্ন প্রকল্পভুক্ত এলাকায়।  ব্লাষ্ট-রাঙামাটি ইউনিটের প্রতিনিধি সুগন্ধী চাকমা নারী নির্যাতন, বৃদ্ধ বয়সে ভরণ-পোষণ, নারী ও শিশু পাচার রোধ ও অন্যান্য আইনী বিষয়ে ধারনা দেন।

 সংরক্ষিত মহিলা মেম্বার সুমিত্রা চাকমা জাতি-ধম-বর্ণ নির্বিশেষে সবাইকে বিভিন্ন সীমাবদ্ধতার মধ্য দিয়ে হলেও যেকোন অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানান।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত