আগামী শীত মৌসুমের পুর্বেই বান্দরবানের পৌর সভার উন্নয়নের আমুল পরিবর্তন আনাহবে বলে বান্দরবান পৌর মেয়র জাবেদ রেজা।
মঙ্গলবার পৌর এলাকার উন্নয়নের অবদানের স্বীকৃতি স্বরুপ পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য কাজল কান্তি দাশকে সম্মাননা প্রদান অনুষ্ঠানে এ কথা জানান।
বান্দরবান পৌর সভা মিলনায়তেন অনুষ্ঠিত অনুষ্ঠানে পৌর কাউন্সিলার মংহ্নৈই চিং,পৌর কাউন্সিলর মোঃ আলী,পৌর কাউন্সিলার অজিত দাশ, পৌর কাউন্সিলর আবুল খায়ের, পৌর সচিব তৌহিদুল ইসলাম, বান্দরবান জেলা প্রেস ক্লাবের সভাপতি সেলিম আহমেদ চৌধুরী, সহ সভাপতি মোঃ ইসহাক,সাধারন সম্পাদক এইচ এম সম্রাট,নির্বাহী সদস্য জহির রায়হান,জমির উদ্দিন উপস্থিত ছিলেন।
পৌর মেয়র আরও বলেন, মন্ত্রনালয়ের সচিবের বদলি জনিত কারনে বরাদ্দ পেতে দেরি হওয়ায় নগর উন্নয়নের কাজে হাত দিতে দেরী হয়েছে। বান্দরবানের প্রতিটি সড়ক উন্নয়ন করা হবে। কাজের দেরী হওয়ায় তিনি বান্দরবান পৌর বাসীকে বিষয়টিকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার জন্য তিনি অনুরোধ করেন।
তিনি আরও বরেন, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি বান্দরবানের সকল রাজনৈতিক,সমাজিক সংগঠন সমুহের একমাত্র নেতা। যে কোন ব্যক্তি বিভিন্ন মতাদর্শের হতে পারে। কারন এটা সকল নাগরিকের সাংবিধানিক মৌলিক অধিকার। কিন্তু বান্দরবানের এমপি বীর বাহাদুর সকল মতাদর্শের উর্দ্ধে থেকে বান্দরবানের যে ভাবে উন্নয়ন সাধন করেছে বিগত শত বছরেও তা অন্য কোন নেতার দ্বারায় করা সম্ভব হয়নি।
তিনি পার্বত্য আঞ্চলিক পরিষদের সদস্য কাজল কান্তি দাশের অবদানের কথা স্বীকার করে বলেন বান্দরবানের সকল বিত্তবানেরা যদি কাজল দাশের ন্যায় এগিয়ে আসতেন তা হলে পৌর এলাকার অনেক সমস্যা সমাধানে সহায়ক হতো। তিনি আগামীতে তাকে পুনরায় সমর্থন দেয়ার জন্য পৌরবাসীর প্রতি অনুরোধ জানান।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.