বড়থলী থেকে অপহৃত দুই পর্যটকসহ ৩জনকে মুক্তি দাবীতে রুমাবাসীর বিক্ষোভ-সমাবেশ

Published: 07 Oct 2015   Wednesday   

বান্দরবানের রুমা ও রাঙামাটি সীমান্তের বিলাইছড়ি উপজেলার সীমান্ত এলাকা বড়থলী ইউনিয়নের সেপ্রু পাড়া থেকে অপহৃত  দুই পর্যটকসহ ৩জনকে অপহরনের ৫ দিনেও উদ্ধারা যায়নি।

এদিকে, অপহৃতদের উদ্ধারের দাবীতে বুধবার বিক্ষোভ-সমাবেশ করেছে রুমা উপজেলাবাসী। সমাবেশ থেকে বক্তারা প্রশাসনকে অপহৃতদের উদ্ধারের জন্য  চব্বিশ ঘন্টার আল্টেমিটাম দিয়েছেন।

বান্দরবান-রাঙামাটির সীমান্তবর্তী দুর্গম বড়তলী  ইউনিয়নের  সেপ্রু পাড়ার নতুন পুকুর এলাকা থেকে দুই পর্যটক ও এক গাইডকে অপহরনের ৫ দিনেও কোনো সন্ধান মিলেনি।  অপহরনকারীরা  অপহৃতদের কোন স্থানে রেখেছে তা এখনও চিহিৃত করা যায়নি। এ অপহরণ ঘটনায় বুধবার বিলাইছড়ি থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে বলে জানা  গেছে।

এদিকে, অপহৃতদের উদ্ধারের দাবীতে বুধবার বিক্ষোভ-সমাবেশ করেছে রুমা উপজেলাবাসী। রুমা বাজারে আয়োজিত এলাকার কারবারী তোয়ানলেম বমের সভাপতিত্বে  বক্তব্য রাখেন খুমী নেতা লোঙা খুমী এলাকারা গণ্যমান্য ব্যক্তিারা। এর আগে রুমা বাজারের অপহৃতদের দাবীতে একটি বিক্ষোভ করেন  এলাকাবাসী।

বক্তারা আরও বলেন অপহরনের ছত্রিশ ঘন্টা পার হয়ে গেলেও প্রশাসন এখনো  অপহৃত ৩জনকে  উদ্ধার করতে পারেননি। আগামী ছব্বিশ ঘন্টার মধ্যে অপহৃতদের উদ্ধার করতে না পারলে আরও কঠোর কর্মসুচী  হুমকি দেন।

বড়থলী পাড়ারর্ ইউপি  চেয়ারম্যান আতুমং মারমা জানান, অপহৃতদের  উদ্ধারের জন্য আইন-শৃংখলা বাহিনীর  পাশাপাশি স্থানীয়ভাবে চেষ্টা চালানো হচ্ছে। অপহৃতদের  খোঁজখবর নিতে বৃহস্পতিবার স্থানীয় কয়েকজন লোকজনকে সীমান্ত এলাকায় পাঠানো হবে।

পুলিশ সুপার  সাঈদ তারিকুল হাসান জানান, অপহৃত দুই পর্যটককে উদ্ধারের জন্য  সেনাবহিনী-বিজিবি-পুলিশ স্থানীয় জনপ্রতিনিধিদের সম্পৃক্ত করে অপহৃতদের অনুসন্ধান চালিয়ে যাচ্ছেন। তিনি আরও জানান, ঘটনার দিন চার জন পর্যটক বান্দরবানের রুমা উপজেলার অধিবাসী এক গাইডকে সাথে  নিয়ে রুমা   থেকে  কেওক্রাডং  যান। এর মধ্যে একটি দল বিলাইছড়ির  সেপ্র“ পাড়ার নতুন পুকুর পাড়া এলাকায়  পরির্দশনে যায় এবং অপর দলটি ক্রেওক্রাডং-এ অবস্থান করে। তবে  ক্রেওক্রাডং-এ যাওয়া দলটি বুধবার রুমায় ফিরেছেন। তাদের রুমা থানা পুলিশ ও  সেনা বাহিনী জিজ্ঞাসাবাদ করছেন। হয়তো তাদের  জিজ্ঞাসাবাদে পরবর্তীতে বিস্তারিত তথ্য জানা যাবে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত