বান্দরবানের রোয়ংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) মোঃ ইসমাইল হোসেনের বিদায় সংবর্ধনা ও নবাগত ইউএনও মোঃ মাসুদ হোসেনকে বরণ উপলক্ষে বুধবার এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোঃ মিজানুল হক চৌধুরী। রোয়াংছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান ক্যবামং মার্মার সভাপতিত্বেবিশেষ অতিথি ছিলেন জেলার স্থানীয় সরকার পরিষদের উপ পরিচালক মোঃ নুরুল্লাহ নুরী, রোয়াংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ ইকবাল হোসেন,্ ভাইস চেয়ারম্যান ক্যসাইনু মার্মা,মহিলা ভাইস চেয়ারম্যান মাউসাং মার্মা। এসময় উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পুলুপ্রু মার্মা, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ সৈয়দ নাসির উদ্দিন, রোয়াংছড়ি সদর ইউপি চেয়ারম্যান সাহলামং মার্মা,তারাছা ইউপি চেয়ারম্যান শৈথোয়াই চিং মার্মা, আলেক্ষং ইউপি চেয়ারম্যান বিশ্বনাথ তঞ্চঙ্গ্যা, স্থানীয় আওয়ামীলীগ নেতা এবং সমাজ সেবক উহ্লা অং মার্মা,সহ স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে জেলা প্রশাসক মিজানুল হক চৌধুরীর হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন রোয়াংছড়ির উপজেলা চেয়ারম্যান ক্যবামং মার্মা।
অনুষ্ঠানে উপজেলা পরিষদ চেয়ারম্যান ক্যবামং মার্মা উপজেলার বিভিন্ন সমস্যার কথা জেলা প্রশাসকের কাছে তুলে ধরলে তিনি সমস্যা চিহ্নিত করার জন্য তাৎক্ষনিক একটি কমিটি গঠন করে দেন।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মিজানুল হক চৌধুরী বলেন সরকার বাংলাদেশকে স্বনির্ভর বাংলাদেশ গড়ার লক্ষে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। তিনি বলেন আগামী ২০৪১ সালের মধ্যে বাংলাদেশ উন্নত দেশে পরিনত করার জন্য সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহন করেছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.