বৃহস্পতিবার রাঙামাটি বিএনপি’র সম্মেলন

Published: 07 Oct 2015   Wednesday   

বৃহস্পতিবার রাঙামাটি জেলা বিএনপি’র ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এবার সন্মেলনে সভাপতি, সাধারন সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদে মোট ৬ জন প্রার্থী প্রতিদ্বন্ধী করেছেন।

জানা গেছে, বিএনপির জেলা কমিটির ত্রিবার্ষিক সম্মেলনের নির্বাচনে এবার সভাপতি পদে প্রতিদ্বন্ধিতা করছেন বিএনপির কেন্দ্রীয় সহ-ধর্ম বিষয়ক সম্পাদক ও বর্তমান জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট দীপেন দেওয়ান ও বর্তমান সাধারণ সম্পাদক মোঃ শাহ আলম। সাধারণ সম্পাদক পদে বর্তমান যুগ্ন সম্পাদক এ্যাডভোকেট মামুনুর রশীদ মামুন ও দীপন তালুকদার। সাংগঠনিক সম্পাদক পদে বর্তমান সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট সাইফুল ইসলাম পনির ও বাঘাইছড়ি উপজেলা কমিটির সাবেক সাধারন সম্পাদক সেলিম বাহারী প্রতিদ্বন্ধিতা করছেন। এবার সন্মেলনে জেলার ১৬৭ জন কাউন্সিলর তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। সর্বশেষ ২০০৯ সালে রাঙামাটি জেলা বিএনপির সন্মেলন অনুষ্ঠিত হয়েছিল।

জেলা বিএনপির সহ-সভাপতি ও নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক মোঃ নাছির উদ্দিন জানান, নির্বাচন সুষ্ঠু, অবাধ ও গণতান্ত্রিকভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা ও প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত