রাঙামাটিতে বিএনপির কাউন্সিলে শাহ আলম-দীপু-পনির জয়ী

Published: 08 Oct 2015   Thursday   

বৃহস্পতিবার রাঙামাটিতে জেলা বিএনপি’র  কমিটির  নির্বাচন অনুষ্ঠিত  হয়েছে।  এতে সভাপতি পদে শাহ আলম, সাধারন সম্পাদক দীপন তালুকদার দীপু ও সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম পনির জয়ী হয়েছেন।  তবে সভাপতি প্রার্থী দীপেন দেওয়ান ও সাংগঠনিক সাম্পদক প্রার্থী সেলিম বাহারীর ভোট বর্জন ঘোষনার পরও এ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

একাধিক সূত্রে জানা গেছে, নির্বাচনে সভাপতি প্রার্থী শাহ আলম ১০৬ ভোট, সাধারন সম্পাদক প্রার্থী দীপন তালুকদার দীপু ৮১ভোট এবং সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম পনির ১৩০ ভোট পেয়ে  জয়ী হয়েছেন।  এবার মোট কাউন্সিলর ছিলেন ১৬৭ জন।

 সভাপতি প্রার্থী দীপেন দেওয়ান  এ নির্বাচন প্রসহনমূলক  নির্বাচন দাবী করে  সাংবাদিকদের  জানান, আওয়ামীলীগ চেয়েছিল তাদের পছন্দের প্রার্থী শাহ আলমকে জয়ী করার জন্য এবং  তারা বুধবার রাতে  টাকা দিয়ে ভোট কিনে নিয়েছিল বলে আমরা নির্বাচন বয়কট করেছি।  তিনি অবিলম্বে এই প্রহসনমূলক নির্বাচন বাতিল এবং শাহ আলমকে সংগঠন থেকে অবিলম্বে বহিস্কার করা না হলে রাজপথে আন্দোলনের মাধ্যমে এ দাবী আদায় করা হবে।

অপর সভাপতি প্রার্থী শাহ আলম সাংবাদিকদের জানিয়েছেন, দীপেন  দেওয়ানের নির্বাচন বর্জনে আমাদের কিছুই  যায় আসে না। দীপেন দেওয়ান নির্বাচনী রায় মেনে নেবেন বলে কেন্দ্রীয় নেতৃবৃন্দকে বলেছিলেন। কিন্তু তিনি এখন উল্টো কথা বলছেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.   

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত