খাগড়াছড়ির নির্বাহী ম্যাজিষ্ট্রেট আদালতে সিনিয়র আইনজীবী আবদুল মমিনের উপর হামলাকারীর প্রতিবাদে বৃহস্পতিবার বিক্ষোভ-সমাবেশ করেছে পার্বত্য বাঙালী ছাত্র পরিষদ(পিবিসিপি)।
পার্বত্য বাঙালী ছাত্র পরিষদ খাগড়াছড়ি জেলা শাখার সহ-সাংগঠনিক সম্পাদক মোস্তফা কামালের স্বাক্ষরিত এক প্রেস বার্তায় বলা হয়, পিবিসিপি খাগড়াছড়ি সরকারি কলেজ শাখার উদ্যোগে কলেজ গেইট সম্মুখে কলেজ শাখার সভাপতি আজম খাঁন অনিকের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন পার্বত্য বাঙালী ছাত্র পরিষদ, খাগড়াছড়ি জেলা শাখার সাধারন সম্পাদক এস.এম মাসুম রানা, সহ-সাংগঠনিক সম্পাদক মোস্তফা কামাল, সাবেক কলেজ সভাপতি মো. জাহিদুল ইসলাম জাহিদ প্রমূখ। এছাড়া উপস্থিত ছিলেন পিবিসিপি’র জেলা সভাপতি সাহাজাল ইসলাম সজল। এর আগে খাগড়াছড়ি সরকারি কলেজ শাখার উদ্যোগে কলেজ প্রাঙ্গন থেকে বিক্ষোভ মিছিল নিয়ে চেঙ্গী স্কোয়ার অভিমুখে রওনা দিলে পুলিশ বাঁধা প্রদান করে।
সমাবেশে নেতৃবৃন্দ বলেন, আইনজীবী সুপাল চাকমা ৬ অক্টোবর এজলাসে বিচারকের উপস্থিতিতে আইনজীবী আবদুল মমিনের উপর হামলা ঘটনাটি পরিকল্পিত। তার হামলায় গুরুতর আহত হয়ে আবদুল মমিন চোখ ও মাথায় গুরুতর জখম হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজে (চমেক) মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। এ ন্যাক্কারজনক ঘটনার তিন দিন অতিবাহিত হলেও দোষী আইনজীবী সুপাল চাকমার বিরুদ্ধে স্থানীয় প্রশাসন ও খাগড়াছড়ি জেলা বার এসোসিয়েশন রহস্যজনক কারনে নীরব ভূমিকা পালন করছেন।
পিবিসিপি নেতৃবৃন্দ আইনজীবি সুপাল চাকমার আইনী সনদপত্র স্থগিতসহ তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বাংলাদেশ বার কাউন্সিল’র কাছে দাবী জানান। অন্যথায় খাগড়াছড়ি জেলাসহ তিন পার্বত্য জেলায় আন্দোলনের ডাক দেয়া হবে ‡হুশিয়ারী উচ্চারণ করেন বক্তারা।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.