লামা মাতামুহুরী ডিগ্রী কলেজের আন্তঃবিভাগ ফুটবল টূর্ণামেন্টের উদ্বোধন

Published: 08 Oct 2015   Thursday   

বৃহস্পতিবার বান্দরবানের লামা উপজেলার লামা মাতামুহুরী ডিগ্রী কলেজের আন্তঃবিভাগ ফুটবল টূর্ণামেন্ট উদ্ধোধন করা হয়েছে।

কলেজ মাঠে অনুষ্ঠিত খেলার উদ্বোধক ও প্রধান অতিথি ছিলেন লামা-আলীকদম সেনা জোনের জোন কমান্ডার লেঃ কর্ণেল মোঃ মিজানুর রহমান পি.এস.সি। এসময় উপস্থিত ছিলেন, লামা উপজেলা পরিষদের চেয়ারম্যান থোয়াইনু অং চৌধুরী, লামা বিভাগীয় বন কর্মকর্তা রফিকুল ইসলাম চৌধুরী, মেজর কামরুল ইসলাম, বান্দরবান জেলা পরিষদ সদস্য জহিরুল ইসলাম, বিএটিবি ম্যানাজার ফয়সাল আহাম্মেদ সহ প্রমূখ। ক্রীড়া অনুষ্ঠানের সভাপতিত্ব করেন লামা মাতামুহুরী ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোহাম্মদ রফিকুল ইসলাম।

খেলায় কলেজের বিভিন্ন বিভাগের মোট ৬টি টিম অংশগ্রহণ করেন। নকআউট পদ্বতিতে ৯টি ম্যাচের মধ্যে দিয়ে খেলার বিজয়ী দল নির্বাচন করা হবে। এ খেলাকে কেন্দ্র করে শিক্ষার্থীদের  মাঝে উৎসাহ উদ্দীপনার সৃষ্টি হয়।  প্রচন্ড বৃষ্টিকে উপেক্ষা করে শিক্ষার্থীরা খেলা উপভোগ করতে দেখা গেছে।

অপরদিকে খেলার শেষে লামা মাতামুহুরী ডিগ্রী কলেজের অর্থযোগান কমিটির এক সভা অনুষ্ঠিত হয়। উল্লেখ্য, আলীকদম সেনা জোনের জোন কমান্ডার পদাধিকার বলে কলেজ প্রতিষ্ঠার পর থেকে উক্ত অর্থ যোগান কমিটির সভাপতি। সেনাবাহিনী নিয়ন্ত্রিত হওয়াই বরাবরই লামা মাতামুহুরী ডিগ্রী কলেজের ফলাফল সন্তোষজনক।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.  

 

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত