রাঙামাটি জেলা বিএনপির নবনির্বাচিত কমিটিকে স্বাগত জানালেন মনিষ দেওয়ান

Published: 09 Oct 2015   Friday   
no

no

রাঙামাটি  জেলা বিএনপির কাউন্সিলের মাধ্যমে নবনির্বাচিত কমিটিকে স্বাগত জানিয়েছেন মুক্তিযোদ্ধা দলের কেন্দ্রীয় সহ-সভাপতি কর্নেল (অব) মনিষ দেওয়ান। তিনি বলেন,জেলা বিএনপির পরীক্ষিত ও ত্যাগী নেতারাই নির্বাচনে জয়লাভ করেছেন।

শুক্রবার বিকালে রাঙামাটির  শহরের স্থানীয় একটি রেষ্টুরেন্টে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মত বিনিময় সভায় মনিষ দেওয়ান এ মন্তব্য করেন। 

তিনি আরও বলেন, একজন মুক্তিযোদ্ধা হিসেবে বাংলাদেশী জাতীয়তবাদী দলের আদর্শে আগামীতে দেশের স্বার্থে ও পার্বত্য এলাকার মানুষের কল্যানে কাজ করে যাবেন।  আগামী জাতীয় নির্বাচনে রাঙামাটি আসন থেকে বাংলাদেশী জাতীয়তবাদী দল থেকে মনে করে থাকে তিনি যোগ্য প্রার্থী তাহলে তিনি অবশ্যই মনোনয়ন প্রত্যাশী বলেও জানান তিনি।

মতবিনিময় সভার শুরুতে  অবসরপ্রাপ্ত এ সেনা কর্মকর্তা মনিষ দেওয়ান বলেন, তিনি একজন মুক্তিযোদ্ধা। ১৯৭১ সালে  তিনি শহীদ রাষ্ট্রপতি জেনারেল জিয়াউর রহমানের একজন সহযোদ্ধা ছিলেন। ১৭ই ডিসেম্বর স্বাধীন রাঙামাটির প্রথম বাংলাদেশের মানচিত্র খচিত পতাকা তিনিই উত্তোলন করেছেন। 

তিনি আরও বলেন, অনেকদিন পর জাতীয়তাবাদী দলের মধ্যে  থেকে একটা স্বীকৃতি পেয়েছি। তাকে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের কেন্দ্রীয় সহ-সভাপতি নির্বাচিত করা হয়েছে। আগামীতে একজন মুক্তিযোদ্ধা হিসাবে তিনি দেশের তরে, এলাকার তরে, জনগনের তরে সময় দিতে চান। যেহেতু জনগনের কল্যানে রাজনীতিতে এসেছেন সেহেতু জনকল্যানে নিবেদিত থাকতে চান তিনি।

অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, জাতীয় নির্বাচন এখনো অনেক দেরী। তারপরও নির্বাচন হলে দলের অনেক প্রার্থী থাকবে। তখন দল থেকে মনোনয়ন চাইতে পারেন বলে জানান মনিষ দেওয়ান। 

মত বিনিময় সভায় উপস্থিত সংবাদ কর্মীরা বিএনপির জেলা সন্মেলন ও কাউন্সিল বিষয়ে তার মন্তব্য জানতে চাইলে কোন মন্তব্য না করে তিনি বলেন,তিনি জেলা বিএনপির কোন সদস্য নন এবং সন্মেলনে উপস্থিত ছিলেন না। সেজন্য কোন মন্তব্য না করাই শ্রেয়। তবে অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বিএনপির জেলা কমিটি চাইলে তিনি দলের সদস্য পদে থাকতে আগ্রহী। 

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

 

 

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত