প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে রাঙামাটি কলেজ ছাত্রলীগের আনন্দ মিছিল

Published: 10 Oct 2015   Saturday   

জাতিসংঘের পরিবেশ বিষয়ক সর্বোচ্চ পুরষ্কার "চ্যাম্পিয়নস অফ দ্যা আর্থ" এবং ডিজিটাল বাংলাদেশ গড়ার ক্ষেত্রে অনন্য অবদানের জন্য "আইসিটি টেকসই উন্নয়ন" পুরষ্কার অর্জন করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে শনিবার আনন্দ মিছিল ও সমাবেশ করেছে রাঙামাটি কলেজের ছাত্রলীগ।

রাঙামাটি সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ প্রাঙ্গনে সভায় প্রধান অতিথি ছিলেন, ছাত্রলীগের জেলা শাখার সভাপতি আব্দুল জব্বার সুজন। কলেজ ছাত্রলীগের সভাপতি সুলতান মাহম্মুদ বাপ্পার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি সাইফুল আলম রাশেদ। এসময় অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন, রাঙামাটি সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের সাবেক ক্রীড়া সম্পাদক রাসেল বনিক, সাবেক পাঠাগার বিষয়ক সম্পাদক নুর আলম, সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক আব্দুল মান্নানসহ কলেজ ছাত্রলীগের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা। অনুষ্ঠান সঞ্চালনা করেন আহম্মেদ ইমতিয়াজ রিয়াদ।

এর আগে একটি আনন্দ মিছিলটি কলেজ প্রাঙ্গন থেকে শুরু করে কলেজ গেইট হয়ে উপজেলা পরিষদ কার্যালয়ের মোড় হতে ঘুরে  পুনরায় কলেজে প্রাঙ্গনে  গিয়ে শেষ হয়।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত