বান্দরবানের লামা উপজেলায় হিন্দু ও বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব দূর্গাপুজা ও প্রবারণা পূর্ণিমা উৎসব সফলভাবে উদযাপন করার লক্ষে রোববার এক জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা মিলনায়তন প্রাঙ্গনে লামা সহকারী কমিশনার(ভূমি) মোঃ জাহিদ আক্তারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, লামা উপজেলা পরিষদ চেয়ারম্যান বাবু থোয়াইনু অং চৌধুরী। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,লামা ৩৩ আনসার ব্যাটালিয়ানের প্রতিনিধি মোঃ মিজানুর রহমান,উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ও উপজেলা আওয়ামীলীগ নেতা শেখ মাহবুবর রহমান, জেলা পরিষদ সদস্য জহিরুল ইসলাম, লামা আর্মি ক্যাম্প প্রতিনিধি মোঃ হানিফ,লামা থানার প্রতিনিধি এস আই মোঃ রবিউল ও লামা কেন্দ্রীয় হরি মন্দিরের সাধারন সম্পাদক বিজয় কান্তি আইচ সহ দূর্গাপূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ সহ প্রমুখ।
সভায় বলা হয়, আগামী ১৯অক্টোবর থেকে ২৩ অক্টেবর লামায় ৮টি পূজা মন্ডপে দূর্গাপুজা উৎসব অনুষ্ঠিত হবে। লামা পৌরসভা ও ইউনিয়নের সকল পূজামন্ডপে সার্বক্ষনিক নিরাপত্তাসহ বিভিন্ন বিষয়ে প্রশাসনের তদারকী ও উৎসব স্থলে পুলিশ নিয়োগের সিদ্ধান্ত হয়। লামা উপজেলায় যেসব স্থানে প দূর্গাপুজা উৎসব অনুষ্ঠিত হবেসেগুলো হল লামা কেন্দ্রীয় হরি মন্দির, চাম্পাতলী লোকনাথ মন্দির, মেরা খোলা হরি মন্দির, ইয়াংছা রাম মন্দির, হায়দারনাশী সৎসঙ্গ মন্দির, বগাইছড়ি কমিউনিটি সেন্টার দূর্গা মন্দির, পাগলীর আগা জগন্নাথ ঋষি আশ্রম ও আজিজ নগর হরি মন্দিরে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.