বান্দরবানের লামা উপজেলায় ব্যাটারী চালিত সকল ইজি বাইক, অটো রিক্সা ও টমটম বন্ধের দাবীতে রোববার রিক্সা চালকরা অনশন ধর্মঘট পালন ও স্মারকলিপি পালন করেছে। ফলে সকাল থেকে রিক্সা চলাচল বন্ধ থাকায় সাধারণ মানুষের দুর্ভোগে পড়তে হয়েছে ।
রোববার সকাল থেকে রিক্সা চলাচল বন্ধ রেখে বেলা ১টায় লামা উপজেলা পরিষদের সামনে অনশন ধর্মঘট ও স্মারকলিপি প্রদান করে লামার সকল রিক্সা চালকরা। অনশন শেষে রিক্সা চালক সমিতির পক্ষ থেকে উপজেলা নির্বাহী অফিসার স্মারকলিপি প্রদান করেন। এতে উপজেলা নিবার্হী কর্মকর্তার পক্ষে স্মারকলিপি গ্রহন করেন উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মোঃ জাহিদ আকতার।স্মারকলিপি প্রদানের সময় উপস্থিত ছিলেন লামা উপজেলা পরিষদের চেয়ারম্যান থোয়াইনু অং চৌধুরী, জেলা পরিষদ সদস্য জহিরুল ইসলাম, রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ তৈয়ব আলী, সাংবাদিক এস.কে খগেশ প্রতি চন্দ্র খোকন, রিক্সা চালক সমিতির সাধারণ সম্পাদক মোঃ ইমাম উদ্দিন ওহাব সহ প্রমূখ।
এসময় উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ জাহিদ আকতার বলেন, দ্রুত বিষয়টি নিয়ে বান্দরবানের জেলা প্রশাসকের সাথে আলোচনা করে সমাধানের পথ খুজে বের করা হবে। সে জন্য সকলকে শান্তিপূর্ণ অবস্থানে থাকার অনুরোধ জানান তিনি।
রিক্সা চালক সমিতির সভাপতি মোঃ ছালাহ উদ্দিন জানান,ব্যাটারী চালিত রিক্সা ও টমটমের কারণে লামা শহরের প্রায় চার শতাধিক পায়ে চালিত রিক্সা চালক না খেয়ে মরতে বসেছে। সারাদিন রিক্সা চালিয়ে মালিকের ভাড়া উঠানো যায় না। তাছাড়া বিদ্যুৎ অপচয় ও ঘাটতির অন্যতম কারণ এ ব্যাটারী চালিত রিক্সা ও টমটম। তিনি ব্যাটারী চালিত ইজি বাইক বন্ধের জন্য প্রশাসনের কাছে পদক্ষেপে দাবী জানান।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.