জাতীয় কন্যা শিশু দিবসে আলোচনাসভা

Published: 11 Oct 2015   Sunday   

রোববার রাঙামাটিতে জাতীয় কন্যা শিশু দিবস পালিত হয়েছে।

জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে মহিলা বিষয়ক অধিদপ্তরে আলোচনাসভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মোস্তফা জামান উপস্থিত ছিলেন। জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের কর্মকর্তা কনিকা চাকমার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন মহিলা পরিষদের সভানেত্রী কনিকা বড়–য়া ও টিআইবি’র রাঙামাটির এরিয়া ম্যানেজার মাসুদুল আলম প্রমূখ। অনুষ্ঠান পরিচালনা করেন,জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরেরঅফিস সহকারী বিথী চাকমা। সভায় জেলার বিভিন্ন বেসরকারী উন্নয়ন সংস্থা, মহিলা সমিতি ও মহিলা পরিষদের কর্মকর্তা ও সভানেত্রীরা উপস্থিত ছিলেন।

সভায় প্রধান অতিথির বক্ত্যব্যে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মোস্তফা জামান বলেন, কন্যাশিশুদের প্রতি বৈষম্য দেখানো চলবে না, তাদের নির্যাতনের হাত থেকে রক্ষা করতে হবে। তাদের যত্ম সহকারে বাড়তে সাহায্যসহ অধিকার দিয়ে উপযুক্ত পরিবেশ গড়ে তুলতে হবে। এ জন্য সরকারের পাশপাশি সমাজের সবাইকে সচেতন হতে হবে। আর সবাই যদি সমন্বয়ের মাধ্যমে সচেতন হয় তা হলে শিশু নির্যাতন রোধ করা সম্ভব। তিনি কন্যা শিশুর সুষ্ঠু বিকাশের লক্ষ্যে তাদের জন্য যথাযথ শিক্ষা, পুষ্টি, নিরাপত্তা নিশ্চিতসহ বাল্যবিবাহের হার কমিয়ে আনার উপর গুরুত্ব দেয়ার আহ্বান জানান

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর. 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত