রোববার বান্দরবানে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ পালিত হয়েছে।
এ উপলক্ষে শহরের উন্মোক্ত মঞ্চে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মিজানুল হক চৌধুরী। সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এসময় পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য ও আওয়ামীলীগ নেতা কাজল কান্তি দাশ, জেলা আওয়ামীলীগের সহ সভাপতি আবদুর রহিম চৌধুরী, সাধারন সম্পাদক মোঃ ইসলাম বেবী, জেলা রেডক্রিসেন্টের সাধারন সম্পাদক একেএম জাহাঙ্গীর,সাংবাদিক মনিরুল ইসলাম মনুসহ গন্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। র্যালীতে বিভিন্ন প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠান ফেস্টুন ও ব্যনারসহ র্যালীতে অংশ নেয়। সমাবেশ শেষে শিশুদের নিয়ে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিথ হয়।
এর আগে দিবসটি উপলক্ষে একটি র্যালী জেলা প্রশাসক মিজানুল হকের নেতৃত্বে জেলা প্রশাসনের কার্যালয় চত্বর থেকে শুরু হয়ে শহর প্রদক্ষিন করে স্থানীয় উন্মোক্ত মঞ্চে গিয়ে শেষ হয়।
সভায় সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মিজানুল হক চৌধুরী বলেন শিশুদের অধিকার শুধু সাংবিধানিক নয়,তাদের অধিকার জম্মগত। তাদের এ অধিকার থেকে বঞ্চিত করার কোন অধিকার কারোর নাই। তিনি বলেন আজকের শিশুরা ভাল পরিবেশে যদি শিক্ষিত করে গড়ে তোলা যায় তাহলে তারা আগামী দিনের সু- নাগরিক হিসাবে প্রতিষ্ঠা লাভ করে বাংলাদেশকে একটি সুখী সমৃদ্ধশালী দেশ হিসেবে গড়ে তোলবে। তিনি আরও বলেন শিশুদের অধিকার সম্পর্কে সরকারের সু-ষ্পষ্ট নীতিমালা রয়েছে। এই নীতিমালাকে যারা লঙ্গন করবে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.