রাঙামাটিতে কালী মন্দির পরিচালনা কমিটির বস্ত্র বিতরণ

Published: 12 Oct 2015   Monday   

আসন্ন শারদীয় দুর্গোৎসবকে সামনে রেখে  সোমবার রাঙামাটির তবলছড়ির কালী মন্দির পরিচালনা কমিটির পক্ষ থেকে গরীব ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ করা হয়েছে। 

বস্ত্র বিতরণকালে এসময় উপস্থিত ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য হাজী মোঃ মুছা মাতব্বর, স্মৃতি বিকাশ ত্রিপুরা, অমিত চাকমা রাজু, ত্রিদীপ কান্তি দাশ, রক্ষা কালী মন্দির পরিচালনা কমিটির সভাপতি নন্দন দে, সাধারণ সম্পাদক শংকর দে, পৌর কলোনী নারায়ন মন্দিরের সভাপতি আশিষ চৌধুরী।   এসময় অতিথিরা শহরের ৭২জন বিধবা ও হত দরিদ্র নারীদের মাঝে এ বস্ত্র বিতরণ করেন। 

বিতরণকালে অতিথিরা বলেন, রাস্ট্র যার যার ধর্ম ও উৎসব সবার। পার্বত্যাঞ্চলের  মানুষ খুবই শান্তি প্রিয় মানুষ। ঈদ, বিজু, নববর্ষ, পুজাসহ সকল ধর্মের উৎসবে একে অপরের সাথে আনন্দ ভাগাভাগি করে থাকে। সম্প্রীতির মাধ্যমে সকল ধর্মের উৎসবে দরিদ্র মানুষদের পাশে দাড়াঁতে সমাজের বিত্তবানরা এগিয়ে আসার আহ্বান জানান অতিথিরা। 

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত