পানছড়িতে পক্ষকাল ব্যাপী চাকমা মাতৃভাষা বিষয়ক প্রশিক্ষণ কোর্স শুরু

Published: 12 Oct 2015   Monday   

খাগড়াছড়ির  পানছড়িতে পক্ষকাল ব্যাপী চাকমা মাতৃভাষা বিষয়ক প্রশিক্ষণ কোর্স সোমবার থেকে  শুরু হয়েছে।

পানছড়ি ডিগ্রী কলেজে খাগড়াছড়ির ক্ষুদ্র নৃ-গোষ্টী সাংস্কৃতিক ইনস্টিটিউট-এর উদ্যোগে আয়েজিত প্রশিক্ষনের উদ্বোধক ও প্রধান অতিথি ছিলেন  খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান খগেশ্বর ত্রিপুরা। পানছড়ি ডিগ্রী কলেজের অধ্যক্ষ সমীর দত্ত চাকমার সভাপতিত্বে বিষেশ অতিথি ছিলেন পানছড়ি উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ বাহার মিয়া, সাধারণ সম্পাদক জয়নাথ দেব ও ডাঃ জয়রাম চাকমা প্রমূখ। প্রশিক্ষক হিসেবে আছেন স্বরলেন্দু চাকমা।

প্রধান অতিথি খগেশ্বর ত্রিপুরা বলেন, আমরা শিক্ষিত হলেও আমরা আমাদের মাতৃভাষা সর্ম্পকে কিছুই জানি না। তাই আমাদের নিজ নিজ ভাতৃভাষা সম্পর্কে জানতে হবে এবং বুঝতে হবে। আমরা যদি আমাদের মাতৃভাষা সম্পর্কে জানতাম তা হলে নিজেদেরকে আরো শিক্ষিত বলে সম্পূর্ণ রুপে দাবী করতে পারতাম এবং আরো উন্নতির শিখরে আরোহণ করাতাম।

তিনি ক্ষুদ্র নৃ-গোষ্টীর ভাষা শিক্ষার ব্যকস্থা গ্রহণ করার জন্য সরকারের প্রশংসা করে আরো বলেন, আমাদের ভাষা, সাংস্কৃতি রক্ষার জন্য বর্তমান সরকার যে উদ্যোগ গ্রহণ করেছে তা রক্ষার জন্য সকলকেই কাজ করতে হবে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত