হিন্দু ধর্মালম্বীদের প্রধান ধর্মীয় উৎসব আসন্ন শারদীয় দূর্গোৎসব উপলক্ষে সোমবার জেলা প্রশাসনের উদ্যোগে জেলার পূজা মন্ডপ কমিটির সাথে মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে।
জেলা প্রশাসন সন্মেলন কক্ষে আয়োজিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোঃ শামসুল আরেফিন। এসময় বক্তব্য রাখনে অতিরিক্ত পুলিশ সুপার মোঃ শহীদ উল্লাহ, অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ মোস্তফা জামান, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য অমিত চাকমা রাজু, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অমর দে, ত্রিপুরা কল্যাণ ফাউন্ডেশনের সাধারন সম্পাদক ঝিনুক ত্রিপুরাসহ বিভিন্ন পূজা মন্ডপ পরচিালনা কমিটির সভাপতি ও সম্পাদকরা ।
সভায় পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ জানান ইতোমধ্যে বিভিন্ন পূজা মন্ডপে প্রতিমা তৈরীর কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন হয়ছেে এবং পূজা আয়োজনরে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। এ বছর রাঙামাটি জেলায় ৪০টি পূজা মন্ডপে দুর্গোৎসব উৎসব অনুষ্ঠিত হবে।
সভায় বলা হয়, শারদীয় দূর্গোৎসবের সময় রাঙামাটির প্রতিটি পূজামন্ডপে পুলিশ এবং আনসার বাহিনীর সদস্যদের পাশাপাশি স্থানীয়ভাবে স্বেচ্ছাসেবক নিয়োগ করা হবে। পূজা চলাকালীন সময় রাঙামাটি জেলা শহর এবং উপজেলাসমূহে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিতের লক্ষে সার্বক্ষনিক আইন-শৃংখলা পরিস্থিতি মনিটরিং করার জন্য জেলা ও উপজেলা পর্যায়ে একাধকি মনিটরিং সেল থাকবে।
সভায় আরও বলা হয়, এ বছর রাঙামাটি জেলার দশ উপজেলায় ৪০ টি পূজা মন্ডপে পূজা আয়োজনে সরকারী সহায়তা প্রদানরে লক্ষ্যে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয় এবং ত্রাণ ও দূর্যোগ বিষয়ক মন্ত্রনালয় থেকে ৭০ মেট্রিকটন টন খাদ্যশষ্য বরাদ্দ দেয়া হয়েছে। এছাড়া রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ থেকে বিভিন্ন পূজা মন্ডপে বরাদ্দ দেয়া হয়েছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.