রাঙামাটির শারদীয় দুর্গোৎসব কমিটির সাথে জেলা পরিষদের মত বিনিময় সভা

Published: 13 Oct 2015   Tuesday   

আসন্ন শারদীয় দূর্গোৎসবের পরিচালনা কমিটির সাথে মঙ্গলবার রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের মত বিনিময় সভার আয়োজন করা হয়। 

রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব জেলা পরিষদের চেয়ারম্যান বৃষ কেতু চাকমা। অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন, পরিষদ সদস্য স্মৃতি বিকাশ ত্রিপুরা, অমিত চাকমা রাজু, জেবুন্নেসা রহিম, ত্রিদীপ কান্তি দাশ।

সভায় পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা বলেন, দেশের সকল সম্প্রদায়ের উৎসব শান্তিপূর্নভাবে উদযাপনে একে অপরের সহযোগিতা করতে হবে। উৎসব হল সকল সম্প্রদায়ের মিলন মেলা। উৎসবে একে অপরের সাথে সাক্ষাৎ হয় কথা হয়। আসন্ন দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে যাতে পালন করতে পারে সে বিষয়ে তিনি জেলা প্রশাসন, আইন শৃংখলা বাহিনী, পুজা উদযাপন কমিটি ও জেলা পরিষদ সদস্যদের সহযোগিতা করার আহ্বান জানান।

উল্লেখ্য, রাঙামাটি জেলায় এবছর ৪০টি পুজা মন্ডপের শারদীয় দুর্গোৎসব উদযাপিত হবে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত