জাতীয় ইদুঁর নিধন অভিযান উপলক্ষে রাঙামাটিতে আলোচনাসভা

Published: 13 Oct 2015   Tuesday   

জাতীয় ইদুঁর নিধন অভিযান উপলক্ষে মঙ্গলবার  রাঙামাটিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক রমনী কান্তি চাকমার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন রাঙামাটি সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান অরুণ কান্তি চাকমা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কামাল হোসেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক এ,কে,এম হারুনুর রশিদ। স্বাগত বক্তব্য দেন সদর উপজেলা কৃষি কর্মকর্তা আপ্রু মারমা।

অনুষ্ঠানে মূল বক্তব্য উপস্থাপন করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জেলা প্রশিক্ষণ কর্মকর্তা কৃষ্ণ প্রসাদ মল্লিক।

প্রধান অতিথির বক্তব্যে পরিষদের চেয়ারম্যান বৃষ কেতু চাকমা বলেন, খাদ্যশস্য উৎপাদন বৃদ্ধির জন্যই ইদুঁর নিধন করতে হবে। ইদুঁর মানুষের ক্ষতি ছাড়া কোন উপকারেই আসে না। ইদুঁরই একমাত্র প্রাণী যা সবসময় মানুষের সম্পদের ক্ষতি করে এবং ইদুঁর প্লেগ রোগ সহ ৪০ ধরনের রোগ ছড়ায়।

তিনি  আরও বলেন, ইদুঁর নিধনের প্রক্রিয়াগুলোর সম্পর্কে তৃণমূল পর্যায়ে কর্মশালা ও প্রশিক্ষণ করা উচিত। কর্মশালায় কৃষকদের পাশাপাশি সাধারণ মানুষকে ইঁদুরের অপকারিতা সম্পর্কে ধারনা দিতে হবে এবং ইঁদুর নিধনে উৎসাহিত করতে হবে।  তিনি ইদুঁর নিধনে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যদি কোন সরঞ্জামের প্রয়োজন হয় তা জেলা পরিষদ হতে প্রদানের আশ্বাস দেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত