মঙ্গলবার রাঙামাটির কাউখালীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র্যালী, আলোচনা সভা ও চিত্রাংকন প্রতিযোগীতার আয়োজন করা হয়।
কাউখালী উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা অফিসার্স কল্যাণ ক্লাবে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন কাউখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান এসএম চৌধুরী। উপজেলা নির্বাহী অফিসার আফিয়া আখতারের সভাপত্বিতে অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কমল বরন সাহা, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নাজমুল হক, সমাজসেবা কর্মকর্তা মোঃ মুছা খান, বিআরডিবি কর্মকর্তা অলিউল্লাহ খান, কাউখালী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মর্তুজা রশিদ, শিক্ষা কর্মকর্তা কৌশিক চাকমা প্রমূখ। এছাড়াও স্থানীয় বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থি, গণমাধ্যম কর্মি, স্থানীয় জনপ্রতিধিরা উপস্থিত ছিলেন।
এর আগে দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ মিলনায়তন থেকে একটি র্যালী বের হয়ে কাউখালী প্রেসক্লাব মোড় হয়ে অফিসার্স কল্যাণ ক্লাবে গিয়ে শেষ হয়।
প্রধান অতিথি এসএম চৌধুরী বলেন, অতীতে হঠাৎ করে আঘাত হানা প্রাকৃতিক দুর্যোগে ব্যাপক ক্ষয়-ক্ষতি হলেও বর্তমানে অনেকাংশে কমে এসেছে। দুর্যোগ সংঘটিত হওয়ার আগেই আবহাওয়ার পূর্বাভাসের খবর প্রযুক্তি নির্ভর প্রচার মাধ্যমগুলোর সাহায্যে প্রচার হওয়ায় জনগণের মধ্যে সচেতনতা বেড়েছে। এতে তাৎক্ষনিক সাড়া দেওয়াও সম্ভব হচ্ছে। স্থানীয় চেয়ারম্যান-মেম্বার ও জনপ্রতিনিধিসহ সকল জনগন দুর্যোগ প্রশমনের জন্য পূর্ব প্রস্তুত থাকলে ক্ষয়-ক্ষতির পরিমান বহুলাংশে হ্রাস করা সম্ভব বলেও তিনি মন্তব্য করেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.