রাঙামাটিতে শিশু ও নারীদের উন্নয়নে কর্মপরিকল্পনা প্রনয়ন বিষয়ক পর্যালোচনা কর্মশালা

Published: 14 Oct 2015   Wednesday   

বুধবার রাঙামাটিতে পার্বত্যাঞ্চলের শিশু ও নারীদের উন্নয়নে কর্মপরিকল্পনা ২০১৬ প্রনয়ন বিষয়ক জেলা পর্যায়ে পর্যালোচনা কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সমন্বিত সমাজ উন্নয়ন প্রকল্প (আইসিডিপি) ৩য় পর্যায় শীর্ষক প্রকল্পের আওতায় রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের আয়োজনে ও ইউনিসেফ-এর সহায়তায় এ দিন ব্যাপী এ কর্মশালা অনুষ্ঠিত হয়। পরিষদের সম্মেলন কক্ষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মশালার উদ্ধোধন করেন জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মোস্তফা জামান, সমন্বিত সমাজ উন্নয়ন প্রকল্পের প্রকল্প পরিচালক মোহাম্মদ ইয়াছিন, জেলা প্রশাসনের ডিডিএলজি মোঃ মাজেদুর রহমান খান, সহকারী পুলিশ সুপার (সদর) মোঃ রেজাউল করিম, ইউনিসেফ চট্টগ্রাম জোনের প্রধান মাধুরী ব্যানার্জী। অনুষ্ঠান পরিচালনা করেন সমন্বিত সমাজ উন্নয়ন প্রকল্পের অতিরিক্ত প্রকল্প পরিচালক মোঃ জানে-ই আলম। স্বাগত বক্তব্য দেন জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা এস এম জাকির হোসেন।

কর্মশালায় জেলার জেলা প্রশাসন, প্রাথমিক, মাধ্যমিক শিক্ষা বিভাগ, স্বাস্থ্য বিভাগ, জনস্বাস্থ্য প্রকৌশল, হেডম্যান, কার্ব্বরী, উপজেলা চেয়ারম্যান ও ইউসিসেফের কর্মকর্তা এবং জনপ্রতিনিধিগন উপস্থিত ছিলেন।

কর্মশালায় প্রধান অতিথির বক্ত্যবে জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা বলেন, পাড়াকেন্দ্র ভিত্তিক পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের ৩-৫ বছর বয়সী শিশুদের প্রাক-শিক্ষা দান, শৈশব যতœ, স্বাস্থ্য পরিচর্যা, বিশুদ্ধ পানি পান, স্বাস্থ্য সম্মত পায়খানা ব্যবহার, মহিলাদের টিকাদানসহ বিভিন্ন সেবা প্রদানের মাধ্যমে আইসিডিপি প্রকল্পটি বহু বছর ধরে কাজ করছে বিধায় প্রত্যান্ত অঞ্চলের পাড়া কেন্দ্রগুলো এখন পাড়ার প্রাণকেন্দ্রে পরিনত হয়েছে। এটি সম্ভব হয়েছে সরকারের আন্তরিকতা, দাতা সংস্থা এবং সকলের সহযোগিতার কারণে।

তিনি এ প্রকল্পের কার্যক্রমের মাধ্যমে প্রত্যান্ত অঞ্চলের শিশু ও নারীরা আগামীতে আরো সচেতন হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। আলোচনা পর্যালোচনা ও সুপরামর্শের মাধ্যমে আগামীতে পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের নারী ও শিশুদের সার্বিক উন্নয়নে কর্মপরিকল্পনা গ্রহণের জন্য উপস্থিত কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের প্রতি তিনি আহ্বান জানান।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত