জুরাছড়িতে আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস পালিত

Published: 15 Oct 2015   Thursday   

“গ্রামীণ নারী জাগো, স্ব-অধিকার দাবী তুল” এ শ্লোগানকে সামনে রেখে বৃহস্পতিবার  জুরাছড়ি উপজেলায় আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস পালিত হয়েছে।

উপজেলা পরিষদ  সম্মেলন কক্ষে মানুষের জন্য ফাউন্ডেশনের অর্থায়নে বেসরকারী উন্নয়ন সংস্থা গ্রীনহিল, সিআইপিডি, হিলেহিলি সংস্থা যৌথ উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন মহিলা বিষয়ক কর্মকর্তা তরুন চাকমা। ১নং জুরাছড়ি ইউপি চেয়ারম্যান ক্যানন চাকমার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন গ্রীনহিলের প্রকল্প সমন্বয়কারী বিকাশ চাকমা, সিআইপিডি উপজেলা সমন্বয়কারী সঞ্চয় দত্ত চাকমা, হিলেহিলি প্রকল্প সমন্বয়কারী আশিষ চাকমা। এসময়  এলাকার স্থানীয় হেডম্যান-কার্ব্বারীরাসহ নারী নেত্রীরা  উপস্থিত ছিলেন।

এর আগে দিবসটি উপলক্ষে সিআইপিডির অফিস সংলগ্ন থেকে একটি র‌্যালী বের হয়ে যক্ষা বাজার, থানা ও স্বাস্থ্য কমপ্লেক্স প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়।

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তরুন চাকমা বলেন, গ্রামীণ সমাজের কুসংস্কার নারীদের অধিকার থেকে বঞ্জিত করে রেখেছে। যার ফলে নারীর অগ্রযাত্রা বাধাঁর মূখে থুপরে পড়েছে। নিজেদের অধিকার প্রয়োজনে সংগ্রামের মধ্যে দিয়ে আদায় করতে হবে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত