বান্দরবানের রুমার সীমান্তঞ্চলে বৃহস্পতিবার সেনাবাহিনীর সঙ্গে সন্ত্রাসীদের মধ্যে গোলগুলির ঘটনা ঘটেছে। এসময় কেউই হতাহত না হলেও অভিযানের সময় ১টি হ্যান্ড গ্রেনেট,১টি রাইফেল,৭টি ম্যাগজিন, ১টি ওয়াকিটকিসেট এবং ২শ ২২ রাউন্ড গুলিসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।
শুক্রবার বান্দরবান সেনা রিজিয়ন সদর দপ্তরথেকে পাঠানো প্রেস বার্তায় বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার সকাল সাড়ে সাতটায় বান্দরবান রুমা সেনা জোনের দুর্গম সীমান্ত এলাকায় সন্ত্রাসীদের আস্তানায় অভিযান চালায় যৌথ বাহিনীর সদস্যরা। এসময় যৌথ বাহিনীর উপস্থিতি বুঝতে পেরে সন্ত্রাসীরা যৌথ বাহিনীর সদস্যদের লক্ষ্য করে গুলি চালায়। যৌথবাহিনীও পাল্টা সন্ত্রাসীদের ওপর গুলি চালালে সন্ত্রাসীরা আস্তানা ছেড়ে পালিয়ে যায়। এসময় সন্ত্রাসীদের আস্তানা থেকে একটি মার্ক-২ রাইফেল, ৭টি রাইফেল ম্যাগাজিন, ২শ ২২ রাউন্ড তাজা গুলি, ১টি এক্সপ্লোসিভ গ্রেনেড, ১টি রাইফেল গ্রেনেড, ১টি ওয়াকি-টকি সেট, ২টি ধারালো ছুড়ি, ২টি রাইফেল ম্যাগাজিন পৌচ, ১টি এলএমজি ম্যাগাজিন পৌচ, ১টি সেট কম্বেট পোশাক, একটি কম্বেট ক্যাপ, ১টি হ্যামক, ১টি হ্যাভার ও কিছু নথিপত্র পাওয়া যায়। উভয়ের মধ্যে গোলাগুলির বিনিময় হলেও কেউ হতাহত হয়নি বলে প্রেস বার্তায় জানানো হয়েছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.