পার্বত্য প্রতিমন্ত্রীর রোগ মুক্তি ও সুস্থতা কামনায় বাইশারীতে দোয়া ও মিলাদ মাহফিল

Published: 16 Oct 2015   Friday   

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারীতে পার্বত্য প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি’র রোগ মুক্তি ও সুস্থতা কামনা করে শুক্রবার দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বাইশারী বাজার সংলগ্ন নুরুল উলুম হেফজখানা মসজিদে যুবলীগ সভাপতি জাহাঙ্গীর আলম বাহাদুরের নেতৃত্বে এই বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় দোয়া ও মিলাদ মাহফিলে অংশগ্রহন করেন আওয়ামীলীগ নেতা মুক্তিযোদ্ধা ডাঃ হাশেম সরওয়ার, সাবেক চেয়ারম্যান জালাল আহমদ, মাওলানা আব্দুল মান্নান, ৭নং ওয়ার্ড সদর ইউপি সদস্য নুরুল আজিম, আব্দুল জব্বার, অব: প্রধান শিক্ষক আব্দুর রহমান, মঞ্জুর আলম, যুবলীগ নেতা আবুল কালাম, নুরুল আলম, সব্বির আহমদ, মঞ্জুর আলম, হাফেজ মোঃ আলম প্রমুখ।

মিলাদ শেষে প্রতিমন্ত্রীর রোগ মুক্তি ও সুস্থতা কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করেন আওয়ামীলীগ নেতা মাওলানা আব্দুল মান্নান।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত