লামায় ছাত্রলীগের ছাত্র সমাবেশ

Published: 16 Oct 2015   Friday   

বান্দরবানে নবগঠিত জেলা ছাত্রলীগ কমিটিকে বরণ উপলক্ষে শুক্রবার করতে এক ছাত্র সমাবেশের আয়োজন করা হয়।

লামায় উপজেলা ও পৌর ছাত্রলীগের উদ্যোগে জেলা পরিষদ গেষ্ট হাউজ হলরুমে সমাবেশ প্রধান অতিথি ছিলেন  লামা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল। সমাবেশের উদ্বোধক ছিলেন বান্দরবান জেলা ছাত্রলীগের সভাপতি কাউছার সোহাগ। প্রধান বক্তা ছিলেন জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জনি সুশীল। লামা পৌর ছাত্রলীগের সভাপতি মোঃ শাহীন এর সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লামা উপজেলা ছাত্রলীগের সভাপতি আবদুল্লাহ আল মামুন। অনুষ্ঠানে বিশেষ  অতিথি ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শেখ মাহাবুবুর রহমান, সাধারণ সম্পাদক বাথোয়াই চিং মার্মা, যুগ্ন সাঃ সম্পাদক মোস্তফা জামাল, সাংগঠনিক সম্পাদক জহিরুল ইসলাম, পৌর আওয়ামী লীগের সভাপতি মোঃ রফিক, সাধারণ সম্পাদক তাজুল ইসলাম, উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদিকা ফাতেমা পারুল, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি রবিন বাহাদুরসহ জেলা ও উপজেলা ছাত্রলীগের নেতৃবৃন্দ।

 সমাবেশে ৫শত ছাত্রদের মাঝে বাংলাদেশ আওয়ামী লীগের ইতিহাস সম্বলিত বই বিতরণ করা হয়। এছাড়া বিজয় টেলিভিশনে প্রচারিত রিয়েলিটি শো ‘গানে গানে বিজয়’ টপ সেভেন্টিনে উঠে আসা লামা কৃতি সন্তান সেন্টু’র জন্য এসএমএস পাঠাতে সকলকে অনুরোধ করেন বক্তারা। সর্বোচ্চ এসএমএস প্রদানকারী তিনজনকে ছাত্র সমাবেশে পুরুষ্কৃত করা হয়।

পরে একটি বর্নাঢ্য র‌্যালী লামা বাজার থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় লামা বাজারে গিয়ে শেষ হয়। 

অনুষ্ঠানে বক্তারা বলেন, বাংলাদেশের সকল সোনালী অর্জনের সাথে বাংলাদেশ ছাত্রলীগ জড়িত। তাদের মেধা ও মননশীল চিন্তার মধ্য দিয়ে দেশের কল্যাণ নিহিত হবে। দেশরত্ন প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্নের ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে ছাত্রলীগকে এগিয়ে আসতে হবে। অস্ত্রের চেয়ে কলমের শক্তি বেশী এই বিষয়টিকে উপলব্ধি করে দেশকে এগিয়ে নেয়ার মূল ভূমিকায় রোল-প্লে করবে ছাত্রলীগ।

ছাত্র সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে লামা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল বলেন, অস্ত্র নয় কলম হবে দেশ পরিচালনার একমাত্র হাতিয়ার। খালেদা আমাদের দেশের ছেলে-মেয়েদের ভয় ভীতির মধ্যে রেখে এসএসসি পরীক্ষা দিতে বাধ্য করেছেন। একটি শিক্ষিত সমাজ পারে একটি জাতিকে সঠিক পথ দেখাতে। শিক্ষা শান্তি প্রগতি এই মূল মন্ত্রকে স্বরণ রেখে ছাত্রলীগ তারা তাদের নিজেদের সুশিক্ষিত করবে এবং পাশাপাশি বঞ্চিত সকল ছাত্র সমাজের অধিকারের কথা বলবে।

 --হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত