শারদীয়া দূর্গা পুজা উপলক্ষে যতীন্দ্র লাল ত্রিপুরার শুভেচ্ছা

Published: 16 Oct 2015   Friday   

ভারত প্রত্যাগত উপজাতীয় শরণার্থী প্রত্যাবাসন ও পুনর্বাসন এবং অভ্যন্তরীন উদ্বাস্তু নির্দিষ্টকরণ ও পুনবার্সন সম্পর্কিত টাস্কফোর্স-এর চেয়ারম্যান (প্রতিমন্ত্রী), সাবেক সাংসদ যতীন্দ্র লাল ত্রিপুরা পার্বত্য এলাকায় বসবাসরত সনাতন ধর্মাবলম্বীসহ দেশের আপামর জনসাধারণকে শারদীয়া দূর্গা পুজার শুভেচ্ছা জানিয়েছেন।

তিনি বিবৃতিতে বলেন, জাতির জনক বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার যোগ্য ও বলিষ্ঠ নের্তৃত্বে সারাদেশে আজ অসাম্প্রদায়িক ও শান্তির পরিবেশ বিরাজ করছে। সবাই যার যার ধর্ম স্বাধীনভাবে পালন করছে। সন্ত্রাস ও জঙ্গীবাদ বিরোধী লড়াইয়ে তিনি আজ “রোল মডেল”-এ পরিণত হয়েছেন। বিশ্ব নেতৃত্ব আজ তাঁর প্রশংসা করছেন।

বিবৃতিতে তিনি আগামীতেও বাংলাদেশে এ ধরনের শান্তির পরিবেশ বজায় রাখতে প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য তিনি আহ্বান  জানান।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত