বান্দরবানে শহীদ শেখ রাসেলের ৫২ তম জন্ম দিন পালিত

Published: 18 Oct 2015   Sunday   

রোববার বান্দরবানে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শহীদ  শেখ রাসেলের ৫২ তম জন্ম দিন পালিত  হয়েছে।

শহীদ শেখ রাসেলের জন্ম দিবস উপলক্ষে বান্দরবান শিশু একাডেমীর উদ্যোগে বঙ্গবন্ধু উন্মোক্ত মঞ্চে এক শিশু সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশে প্রধান অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি। জেলা প্রশাসক মোঃ মিজানুল হক চৌধুরীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মিজানুর রহমান, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য কাজল কান্তি দাশ,জেলা পরিষদে সদস্য কাঞ্চনজয় তঞ্চঙ্গ্যা। অনুষ্টান পচিালনা করেন বীর মুক্তিযোদ্ধা মিলন কুমার ভট্ট্যচার্য। অনুষ্টানে শিশু প্রতিনিধি ইয়াছিনুল হাকিম চৌধুরী বক্তব্য রাখে।

প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী বীর বাহাদুর বলেন, জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের  কনিষ্ট পুত্র  শহীদ শেখ রাসেলকে ১৯৭৫ সালের ১৫ আগষ্ট অন্যন্যদের সাথে ঘাতকেরা নৃশংসভাবে খুন করে ইতিহাসের পাতায় এক কলংকজনক অধ্যায়ের সুচনা করেছে।

তিনি আরও বলেন, ঘাতকেরা এক শিশু রাসেলকে হত্যা করে তার পরিবর্তে বাংলাদেশে লক্ষ লক্ষ শেখ রাসেল  জন্ম গ্রহন করেছে।  ঘাতকেরা মনে করেছিল বঙ্গ বন্ধুকে স্বপরিবারকে হত্যা করলে বাংলাদেশ থেকে আওয়ামীলীগ নিশ্চিহ্ন হয়ে যাবে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত